হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ জনের প্রাণহানি
https://parstoday.ir/bn/news/world-i84672-হংকংয়ে_ভয়াবহ_অগ্নিকাণ্ডে_৭_জনের_প্রাণহানি
হংকংয়ে আবাসিক এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে দগ্ধ হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) রাতে ইয়া মা তেই আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ১৬, ২০২০ ১৫:৩৫ Asia/Dhaka

হংকংয়ে আবাসিক এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে দগ্ধ হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) রাতে ইয়া মা তেই আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

হংকংয়ের ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭ জন প্রাণ হারিয়েছেন।  পুলিশ জানায়, সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় পুলিশের বরাত দিয়ে হংকংজিএফপি নিউজ জানিয়েছে, স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে আগুনের খবর পান পুলিশ। আবাসিক এলাকাটিতে বেশিরভাগই পুরানো ঘরবাড়ি, দোকানপাট এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভরা। পরে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা চালায়। এ ঘটনায় অনেকে দগ্ধ হয়েছেন। ১৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।জাতিগতভাবে চাইনিজ নন এমন অধিবাসীদেরই বসবাস ছিলো এখানে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। দগ্ধদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে মৃতের সংখ্যা। মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম। সূত্র: হংকংজিএফপি ও এসসিএমপি নিউজ

পার্সটুডে/মো.আবুসাঈদ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।