প্রধানমন্ত্রীর পক্ষে আদেশ দিল থাই আদালত; আরো বিক্ষোভের সম্ভাবনা
https://parstoday.ir/bn/news/world-i85078-প্রধানমন্ত্রীর_পক্ষে_আদেশ_দিল_থাই_আদালত_আরো_বিক্ষোভের_সম্ভাবনা
থাইল্যান্ডের একটি আদালত দেশটির প্রধানমন্ত্রী প্রাইয়ুত চান ও-চার পক্ষে রায় দিয়েছে যার কারণে সেখানে আরো বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৩, ২০২০ ২১:০৬ Asia/Dhaka
  • থাই প্রধানমন্ত্রী প্রাইয়ুত চান ও-চা
    থাই প্রধানমন্ত্রী প্রাইয়ুত চান ও-চা

থাইল্যান্ডের একটি আদালত দেশটির প্রধানমন্ত্রী প্রাইয়ুত চান ও-চার পক্ষে রায় দিয়েছে যার কারণে সেখানে আরো বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিল।

থাইল্যান্ডের বিরোধী রাজনীতিকরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বার্থগত দ্বন্দ্বের একটি মামলা দায়ের করেছিলেন এবং আইনি লড়াইয়ে আপাতদৃষ্টিতে তিনি জিতে গেছেন। এ মামলায় হেরে গেলে আইনগতভাবেই প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হতে পারতেন।

প্রধানমন্ত্রী প্রায়ুথ ২০১৪ সালে থাই সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন কিন্তু তিনি এখনো সামরিক বাহিনীর বাড়িতে অবস্থান করছেন। এনিয়ে থাই বিরোধী রাজনৈতিক নেতারা তার বিরুদ্ধে ‘কনফ্লিকট অব ইন্টারেস্ট’র মামলা দায়ের করেন। নয় সদস্যের সাংবিধানিক আদালত সর্বসম্মতভাবে প্রাইয়ুতের পক্ষে রায় দেয়।

থাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গত কয়েক মাস ধরে রাজপথে প্রচণ্ড বিক্ষোভ হচ্ছে। এই রায়ের ফলে প্রধানমন্ত্রীর প্রাইয়ুত ক্ষমতায় টিকে গেলেন। কিন্তু রায় ভিন্ন হলে তাকে ক্ষমতা ছাড়তে হতো।#

পার্সটুডে/এসআইবি/৩