আফগানিস্তানের নানগারহার প্রদেশে রকেট হামলায় ৫ শিশু নিহত
https://parstoday.ir/bn/news/world-i94924-আফগানিস্তানের_নানগারহার_প্রদেশে_রকেট_হামলায়_৫_শিশু_নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের এসপিন গড় জেলায় রকেট হামলা হয়েছে। নানগারহারের প্রাদেশিক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বৃহস্পতিবারের ওই হামলায় পাঁচ শিশু নিহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৩, ২০২১ ১১:০৩ Asia/Dhaka
  • ফাইল ছবি
    ফাইল ছবি

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের এসপিন গড় জেলায় রকেট হামলা হয়েছে। নানগারহারের প্রাদেশিক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বৃহস্পতিবারের ওই হামলায় পাঁচ শিশু নিহত হয়েছে।

আফগানিস্তানের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মাদ ইয়াসিন বলেছেন, উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) এ রকেট হামলা চালিয়েছে। অবশ্য তালেবান এ হামলার জন্য আফগান সেনাবাহিনীকে দায়ী করেছে।

প্রেসিডেন্ট আশরাফ গনি যখন বৃহস্পতিবার নানগারহার প্রদেশ সফর করছিলেন তখন এ রকেট হামলা চালানো হয়। আফগান প্রেসিডেন্ট গত কয়েকদিন যাবত দেশটির সংঘর্ষপীড়িত প্রদেশগুলো সফর করছেন।

আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার করা শুরু করার পর থেকে গত কয়েক সপ্তাহ ধরে দেশটির সেনাবাহিনীর ওপর তালেবানের হামলা বেড়ে গেছে। এরইমধ্যে দেশের বিস্তীর্ণ এলাকা দখল করার দাবি করেছে তালেবান। এমন সময় এ হামলা চলছে যখন তালেবান এর আগে বলেছিল, তাদের যুদ্ধ শুধু বিদেশি সেনা উপস্থিতির বিরুদ্ধে। বিদেশি সেনারা আফগানিস্তান ত্যাগ করলে তারা অস্ত্র সমর্পণ করে দ্বীনি শিক্ষায় ফিরে যাবে।#

পার্সটুডে/এমএমআই/২৩