ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে চায় শ্রীলঙ্কা
(last modified Fri, 27 Aug 2021 11:41:36 GMT )
আগস্ট ২৭, ২০২১ ১৭:৪১ Asia/Dhaka
  • ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে চায় শ্রীলঙ্কা

ইরানের নয়া পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী গামিনি লক্ষণ পেরেজ। বুধবার সংসদের আস্থাভোটে জয়ী হয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন আব্দুল্লাহিয়ান।

এরপর থেকেই বিভিন্ন দেশের পক্ষ থেকে অভিনন্দনবার্তা পাচ্ছেন তিনি। এবার শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীও এক বার্তায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী গামিনি লক্ষণ পেরেজ তার অভিনন্দনবার্তায় বলেছেন, 'কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা এবং আলোচনায় দক্ষতার কারণেই আপনার ওপর আস্থা রেখেছে ইরানের নেতৃত্ব।'

একইসঙ্গে তিনি ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের নয়া পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান দায়িত্ব পাওয়ার পরপরই বলেছেন, প্রথমেই প্রতিবেশীসহ এশিয়া মহাদেশের দেশগুলো তার কাছে বেশি গুরুত্ব পাবে। এসব দেশ নিয়েই তিনি কাজ শুরু করবেন। #

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ