সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা হচ্ছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i97998-সাবেক_পররাষ্ট্রমন্ত্রী_ফুমিও_কিশিদা_হচ্ছেন_জাপানের_নতুন_প্রধানমন্ত্রী
জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন। দীর্ঘদিনের ক্ষমতাসীন রক্ষণশীল লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির নেতৃত্ব লাভের পর কিশিদার সামনে প্রধানমন্ত্রীত্বের পদ নিশ্চিত হয়ে যায়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০২১ ১৮:৪৪ Asia/Dhaka
  • ফুমিও কিশিদা
    ফুমিও কিশিদা

জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন। দীর্ঘদিনের ক্ষমতাসীন রক্ষণশীল লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির নেতৃত্ব লাভের পর কিশিদার সামনে প্রধানমন্ত্রীত্বের পদ নিশ্চিত হয়ে যায়।

জনপ্রিয় সংস্কারবাদী নেতা তারো কোনোকে পেছনে ফেলে আজ (বুধবার) দলের নেতৃত্বে চলে আসেন ৬৪ বছর বয়সী কিশিদা। আগামী সোমবার জাতীয় সংসদে ভোটাভুটির মাধ্যমে তার প্রধানমন্ত্রীত্ব নিশ্চিত হবে। এরপর দলের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে যা অবশ্যই আগামী নভেম্বরের মধ্যে হতে হবে

২০২০ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে ইয়োশিহিদে সুগার কাছে কিশিদা হেরে যান। কিন্তু করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে সন্তোষজনক ভূমিকায় নিতে না পারার কারণে ক্ষমতায় বসার এক বছরের মাথায় ইয়োশিহিদে সুগা পদত্যাগ করেন

নতুন প্রধানমন্ত্রী সুগার নীতি থেকে ভিন্ন পথে চলবেন এবং করোনা মহামারি মোকাবেলার ক্ষেত্রে প্রণোদনা প্যাকেজে বড় অংকের অর্থ খরচ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন। জনগণের আয়-বৈষম্য কমানোর জন্য তিনি এই পদক্ষেপ নেবেন।#

পার্সটুডে/এসআইবি/২৯ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।