ফেব্রুয়ারি ০৭, ২০২৩ ১৭:১৩ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের জবাবের আসর 'প্রিয়জন'। অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন সহকর্মী আশরাফুর রহমান আর উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশীদ এবং আমি আকতার জাহান।

আকতার জাহান: আজও শুরুতেই একটি বাণী শোনাতে চাই। ইমাম হাসান (আ.) বলেছেন, 'দুই ব্যক্তির মধ্যে মনোমালিন্য বা কথা কাটাকাটি হলে তাদের মধ্যে যে ব্যক্তি আগে অপরজনের কাছে ক্ষমা চাইবে- সে অপরজনের আগে জান্নাতে প্রবেশ করবে’।

গাজী আব্দুর রশীদ: খুবই মূল্যবান একটি বাণী শুনলাম। আমরা সবাই তা মেনে চলার চেষ্টা করব- এ কামনায় নজর দিচ্ছি ইমেইলের ইনবক্সে।

বাংলাদেশের টাঙ্গাইল জেলার সাগরদীঘির আকন্দের বাইদ থেকে মোবারক হোসেন ফনি পাঠিয়েছেন আসরের প্রথম ইমেইলটি। তিনি আইআরআইবি ফ্যান ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য।

আকতার জাহান: ফনি ভাই ইদানীং চিঠি লেখায় বেশ সক্রিয় মনে হচ্ছে!

গাজী আব্দুর রশীদ: হ্যাঁ, আমিও বিষয়টি লক্ষ্য করেছি। সিনিয়র শ্রোতারা এভাবে মাঝেমধ্যে চিঠি লিখলে ভালোলাগার পাশাপাশি প্রেরণাও পাই। তো এই চিঠিতে ফনি ভাই লিখেছেন, "রেডিও তেহরান যেমন জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করছে ঠিক তেমনি সকল শ্রোতার সাথে ভ্রাতৃত্ববন্ধন আরো সুদৃঢ় করছে। শুধু তাই নয়, ভালোবাসার পরশ মানেই রেডিও তেহরানের ফেসবুক মেসেঞ্জার গ্রুপ। এখানে আসলে আমরা সবাই একই সুতোয় গাঁথা সবাই সবার কত আপন।"

আকতার জাহান: মোবারক হোসেন ফনি ভাইকে অসংখ্য ধন্যবাদ, রেডিও তেহরান সম্পর্কে মতামত জানানোর জন্য।

আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বলরামপুর গ্রাম থেকে। আর লিখেছেন সুরজিৎ মাহান্তী।

তিনি লিখেছেন, "বেশ কিছুদিন থেকে ফেসবুকে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনছি। সত্যি কথা বলতে কী, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানকে আপন করে নিয়েছি। বেশ কিছু অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। তাদের মধ্যে প্রিয়জন একটি। প্রিয়জনে আমার চিঠির জবাব শুনে খুব ভালো লাগল।"

গাজী আব্দুর রশীদ: রেডিও তেহরানের অনুষ্ঠানমালা বিশেষ করে প্রিয়জন আপনার ভালো লাগে জেনে আমাদেরও ভালো লাগছে। আশা করি আবারো লিখবেন।

বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে ফ্রিল্যান্স সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস. এম. হৃদয় রহমান পাঠিয়েছেন এই মেইলটি।

তিনি লিখেছেন, “রেডিও তেহরানের রংধনু আসরে প্রচারিত ‘ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব’ শীর্ষক অনুষ্ঠানটি ছিল জীবনসংশ্লিষ্ট ও প্রয়োজনীয় একটি অনুষ্ঠান। পৃথিবীতে বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো মানুষের জীবনে ভালো একজন বন্ধু ভালো কিছু বয়ে আনে। অন্যদিকে বন্ধু যদি খারাপ হয়, সেক্ষেত্রে বন্ধুর মাধ্যমে ঘটতে পারে বিপজ্জনক কিছু এবং ঘটে যেতে পারে নানারকম অশান্তি। তাই কারো সঙ্গে বন্ধুত্ব করার আগে তাকে পরীক্ষা-নিরীক্ষা করে নেয়া উচিত। রেডিও তেহরান বন্ধুত্বকে যেভাবে গুরুত্ব দিয়ে অনুষ্ঠান প্রচার করেছে অন্যকোনো প্রচার মাধ্যমে তেমনি শোনা যায় না। রংধনুর এই অনুষ্ঠানের মাধ্যমে শিশু-কিশোরসহ সকল শ্রোতা এবং পার্সটুডের পাঠকরা অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন। এজন্য রেডিও তেহরানকে অসংখ্য ধন্যবাদ।”

আকতার জাহান: ভাই হৃদয় রহমান, বন্ধুত্ব নিয়ে রংধনু আসরের বিশেষ অনুষ্ঠানটি ছোট-বড় সবার উপকারে এসেছে জেনে ভালো লাগল। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।

গাজী আব্দুর রশীদ: এবারের মেইলটি পাঠিয়েছেন হিরালাল ঘোষ। এ শ্রোতাবন্ধু তার চিঠিতে কোনো ঠিকানা উল্লেখ করেননি। কেবল জানতে চেয়েছেন- আপনাদের অনুষ্ঠান কখন প্রচার করা হয়, রেডিওতে শোনা যায় কি?

আকতার জাহান:  ভাই হিরালাল ঘোষ, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত ৮:২৩ মিনিট থেকে ৯:২৩ মিনিট এবং রাত ১০:২৩ মিনিট থেকে থেকে ১০:৫৩ মিনিট পর্যন্ত। শর্টওয়েভ রেডিওর পাশাপাশি ফেসবুক, ইউটিউব ও স্যাটেলাইটে শোনা যায়। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এই ঠিকানায়: parstoday.ir/bn আর হ্যাঁ, ভবিষ্যতে ইমেইল পাঠালে ঠিকানা উল্লেখ করতে ভুলবেন না যেন!

গাজী আব্দুর রশীদ: আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, “গত ৩০ জানুয়ারি সম্মানিত শ্রোতা সোহেল রানা হৃদয় ভাইয়ের একটি মেইল প্রিয়জনে প্রচার হয়েছে। হৃদয় ভাই ঢাকা ও এর আশেপাশের জেলাগুলোর শ্রোতাদের নিয়ে 'আইআরআইবি ফ্যান ক্লাব, ঢাকা' নামে একটি শ্রোতা ক্লাব গঠন করতে চান। ওনার এই উদ্যোগকে আমরা 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর পক্ষ থেকে সাধুবাদ জানাই। নতুন ক্লাব গঠনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং তা রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধি ও সংযোগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা মনেপ্রাণে বিশ্বাস করি।”

বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাঁরা 'আইআরআইবি ফ্যান ক্লাব' গঠন করতে আগ্রহী তাদেরকেও 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' পৃষ্ঠপোষকতা দেবে বলে চিঠিতে উল্লেখ করেছেন যুবরাজ চৌধুরী ভাই।

আকতার জাহান:  রেডিও তেহরানের প্রচার, প্রসার ও শ্রোতা বৃদ্ধিতে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' গত দুই বছর ধরে যেভাবে কাজ করে যাচ্ছে- তা প্রশংসার দাবি রাখে। এজন্য জাকারিয়া চৌধুরী যুবরাজ ভাইসহ ক্লাবটির সকল সংগঠকদের আন্তরিক ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপী থেকে মহ. হাফিজুর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "গত ২৪ জানুয়ারি তারিখে প্রচারিত 'জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান' শীর্ষক অনুষ্ঠানে তৎকালীন সময়ের ইরানের সবচেয়ে বড় গণিতবিদ ও মহাকাশ বিশেষজ্ঞ গিয়াসউদ্দীন জমশিদ কাশানির জীবন ও গবেষণা কর্মের নানা দিক নিয়ে আলোচনা শুনে ভীষণভাবে সমৃদ্ধ হয়েছি। জ্যোতির্বিদ বা মহাকাশ পর্যবেক্ষণে ও তাঁর সৃষ্ট যন্ত্রাংশ এবং এই বিষয়ে তাঁর লেখা বই সমন্ধে বিস্তারিত জানতে পেরেছি। পরিবেশনাটি সত্যিই এককথায় অনবদ্য ছিল। এছাড়া, ইরানের প্রখ্যাত মনীষী খাজা নাসিরুদ্দিন তুসি এবং অধ্যাপক মাহমুদ হেসাবির জীবন, কর্ম ও অবদান সমন্ধে বিস্তারিত জেনে খুবই ভালো লাগল। আন্তরিক ধন্যবাদ অনন্যসাধারণ, জ্ঞানবর্ধক, তথ্যসমৃদ্ধ, বস্তুনিষ্ঠ, আকর্ষণীয় ও মনোগ্রাহী অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।"

গাজী আব্দুর রশীদ: 'জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান' শীর্ষক অনুষ্ঠান থেকে উপকৃত হয়েছেন জেনে ভালো লাগল। ইমেইল ও মতামতের জন্য হাফিজুর রহমান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বাংলাদেশের কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে 'আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ'-এর অর্থ-সম্পাদক শরিফা আক্তার পান্না পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি জানিয়েছেন, "গত ২৬ জানুয়ারি কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ ও আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের যৌথ উদ্যোগে বাংলা সাহিত্যর প্রথম মহিলা কবি চন্দ্রবতীর বাড়ির প্রাঙ্গনে বাংলাদেশ ও আন্তর্জাতিক বেতারের শ্রোতাদের নিয়ে দারুণ এক শ্রোতা সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত শ্রোতা সম্মেলনে সভাপতিত্ব করেন আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সভাপতি ও গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী শ্রোতা ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম শান্ত, বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় ঘোষক আহসান হাবীব বাপ্পী এবং দৈনিক আজকের সারাদিনের জেলা প্রতিনিধি ও সোস্যাল ওয়ার্কার শরিফ মিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন নরসুন্দা বেতার শ্রোতা পরিবারের সভাপতি ও আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক।"

আলোচনা সভা শেষে আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ আয়োজিত চিঠি লেখা প্রতিযোগিতা ও বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বলে শরিফা আক্তার পান্না জানিয়েছেন।

আকতার জাহান: ক্লাব কার্যক্রমের ওপর বিস্তারিত প্রতিবেদন পাঠানোয় বোন শরিফা আক্তার পান্না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আচ্ছা নাসির ভাই, বেশকিছু চিঠির জবাব তো দেওয়া হল। এবার কি কোনো শ্রোতার সঙ্গে সরাসরি কথা বলা যায় না?

গাজী আব্দুর রশীদ: অবশ্যই বলা যায়। আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য টেলিফোনের অপরপ্রান্তে অপেক্ষা করছেন ভারতের একজন সিনিয়র শ্রোতা। প্রথমেই তার সঙ্গে পরিচিত হওয়া যাক।  

Image Caption

গাজী আব্দুর রশীদ: বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থেকে কৃষ্ণ কর্মকার (কৌশিক) পাঠিয়েছেন এবারের চিঠিটি।

তিনি লিখেছেন, "গত ২০ ডিসেম্বর বিশ্বসংবাদ পর দৃষ্টিপাত অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে। দর্পন ও কথাবার্তা শেষের গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটি ছিল আকর্ষণীয়। এছাড়া, আলাপন অনুষ্ঠানে সাক্ষাৎকারগুলো এবং উপস্থাপকের বাচনিক ভঙ্গি এতটাই মধুর যা শুনলে মন জুড়িয়ে যায়। এভাবে সুন্দর করে উপস্থাপন করার জন্য রেডিও তেহরানের সকল কলাকুশলীকে অশেষ ধন্যবাদ।"

আকতার জাহান: আমাদের অনুষ্ঠানের পাশাপাশি উপস্থাপনাও আপনার ভালো লাগছে জেনে খুশি হলাম। তো নিয়মিত মতামত জানিয়ে চিঠি লিখার জন্য ভাই কৃষ্ণ কর্মকার (কৌশিক) আপনাকে অসংখ্য ধন্যবাদ।

গাজী আব্দুর রশীদ: শ্রোতাবন্ধুরা, আমাদের ইমেইলের ইনবক্সে আরও কিছু মেইল রয়ে গেছে কিন্তু হাতে বেশি সময় নেই। তাই মেইলগুলোর প্রাপ্তিস্বীকার করছি।

  • ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে বিধান চন্দ্র সান্যাল
  • নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে আলমিন সেখ হিরামন
  • নয়াদিল্লি থেকে জয়ন্ত চক্রবর্তী
  • বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর থেকে নজরুল ইসলাম
  • এবং কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে মো. শাহাদত হোসেন

আকতার জাহান: চিঠি লিখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি গান। গানের কথা ও সুর ভারতের পশ্চিমবঙ্গের বিখ্যাত গায়ক ও গীতিকার কবীর সুমনের। আর গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্প আসিফ আকবর। 

গাজী আব্দুর রশীদ: তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই চিঠিপত্রের আজকের আসর থেকে।  

পার্সটুডে/আশরাফুর রহমান/৭