চিঠিপত্রের আসর প্রিয়জন
'রেডিও তেহরানের মতো এত সুন্দর অনুষ্ঠান কোথাও পাওয়া যায় না'
শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের জবাবের আসর 'প্রিয়জন'। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশীদ, আমি আশরাফুর রহমান এবং আমি আকতার জাহান।
আশরাফুর রহমান: আজও আসরের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। হযরত রাসূলে আকরাম (সা.) বলেছেন : 'যে ব্যক্তি খাঁটি মনে ও একাগ্রচিত্তে আল্লাহর ইবাদত করে, মহান আল্লাহ তার জন্য সব ধরনের কল্যাণের ব্যবস্থা করেন'।
আকতার জাহান: খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস শুনলাম। আমরা সবাই তা অনুধাবন এবং অনুসরণ করার চেষ্টা করব- এ কামনায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।
বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ী থেকে রংধনু বেতার শ্রোতা সংঘের সভাপতি শাওন হোসাইন পাঠিয়েছেন আসরের প্রথম মেইলটি।
তিনি লিখেছেন, "গত ২ ফেব্রুয়ারি রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে কান পেতেছিলাম। নিয়মিত সকল পরিবেশনার পর আমার ও আমার পরিবারের ছোটদের সবচেয়ে প্রিয় আয়োজন রংধনু আসর শুনলাম। ইরানের ইসলামি বিপ্লবের নেতা ইমাম খোমেনি (র.)-এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এদিনের রংধনু আসর ইমাম খোমেনি (র.)-এর জীবনীর উপর নির্মিত হয়েছিল। অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি ইমামকে নিয়ে প্রচারিত ফারসি গান ও ছোট্ট বন্ধুর সাক্ষাৎকার বেশ ভালো লেগেছে। সুন্দর ও মনোমুগ্ধকর অনুষ্ঠান প্রচারের জন্য রংধনু প্রযোজকসহ সকলকে আন্তরিক ধন্যবাদ।"
গাজী আব্দুর রশীদ: ইমাম খোমেনি (র.)-এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রচারিত রংধনুর বিশেষ অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। মতামতের জন্য শাওন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বাংলাদেশের পর এবার ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপী থেকে আসা একটি ইমেইল চেক করছি। এটি পাঠিয়েছেন মহ: হাফিজুর রহমান।
এক হাজারের বেশি শব্দে লেখার চিঠির কিছু অংশ পড়ে শোনাচ্ছি। হাফিজুর রহমান ভাই লিখেছেন, "৩১ জানুয়ারি তারিখে পবিত্র কোরআন তেলওয়াত ও বাংলা তর্জমা, বিশ্বসংবাদ, সংবাদ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান দৃষ্টিপাত, চলতি রাজনৈতিক ঘটনাবলীসহ বিভিন্ন বিষয়ের ওপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক অনুষ্ঠান দর্পন, ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিক পত্রিকার বিশেষ বিশেষ খবর নিয়ে সাজানো অনুষ্ঠান কথাবার্তা এবং ইমাম মোহাম্মদ তাকি আল জাওয়াদ (আ.) পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান নিয়ে সুন্দরভাবে সাজানো চমৎকার অনুষ্ঠান শুনলাম এবং উপভোগ করলাম সামগ্রিক পরিবেশনা।"
আশরাফুর রহমান: বরাবরের মতোই পুরো অনুষ্ঠান শোনার পর সুন্দর করে মতামত জানানোয় হাফিজুর রহমান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বাংলাদেশের রংপুর থেকে সেলিম রাজ পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, "আমি তেহরানের একজন ভক্ত শ্রোতা। তেহরানের বাংলা সংবাদ আমি নিয়মিত শুনে আসছি। তবে কোনোদিন প্রিয়জনে লেখা হয়নি। আজ প্রথম লিখছি। এখন থেকে নিয়মিত লিখব ইনশাআল্লাহ।"
আকতার জাহান: প্রিয়জনে প্রথম চিঠিটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কোন অনুষ্ঠান কেমন লাগছে তা জানিয়ে আবারো লিখবেন আশা করি।
ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে আলমিন শেখ হিরামন পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, "রেডিও তেহরান বাংলার অনুষ্ঠান প্রতিদিন শুনি, খুব ভালো লাগে। এ বেতারের মতো এত সুন্দর অনুষ্ঠান অন্য কোনো বেতারে পাওয়া যায় না।" এরপর তিনি ২৬ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি এই চারদিন রেডিও তেহরান থেকে প্রচারিত তার ভালোলাগার অনুষ্ঠানগুলোর নাম এক এক করে উল্লেখ করেছেন।
গাজী আব্দুর রশীদ: আলমিন শেখ হিরামন ভাইকে ধন্যবাদ রেডিও তেহরানকে পছন্দের গণমাধ্যম হিসেবে বেছে নেওয়ার জন্য।
বাংলাদেশের টাঙ্গাইল জেলার সাগরদিঘী থেকে সিনিয়র শ্রোতা মোবারক হোসেন ফনি পাঠিয়েছেন এবারের মেইলটি।
তিনি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর পাশাপাশি কিছু প্রস্তাবও দিয়েছেন। লিখেছেন, ""গত ১ ফেব্রুয়ারির অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআনের সূরা বাকারা থেকে তেলাওয়াত ও বাংলা অনুবাদ হ্নদয় কেড়ে নিছে। সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল-কোরআন যত শুনি ততই মধুর লাগে।"
আশরাফুর রহমান: এরপর ফনি ভাই লিখেছেন, কথাবার্তা অনুষ্ঠানে পত্রপত্রিকার হেডলাইনের পাশাপাশি ভেতরের টুকরো খবর ও সম্পাদকীয় তুলে ধরার অনুরোধ করছি। কারণ ভেতরে অনেক গুরুত্বপূর্ণ খবর থাকে। আর বিশ্বসংবাদে দক্ষিণ এশিয়ার খবর বেশি করে প্রচার করবেন। সেইসাথে কুরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শেষ করার পরামর্শ দিয়েছেন এ শ্রোতাবন্ধু।
আকতার জাহান: অনুষ্ঠান সম্পর্কে মতামত ও পরামর্শের জন্য ভাই মোবারক হোসেন ফনি আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে আমাদের নিয়মিত শ্রোতা দেবাশীষ গোপ পাঠিয়েছেন এবারের চিঠিটি।
তিনি লিখেছেন, রেডিও তেহরান বাংলা তার বাণী শুনিয়ে আমাদেরকে উপকৃত ও সমৃদ্ধ করে চলেছে প্রতিনিয়ত। তাই শ্রোতা সাধারণ অনেক অনেক কৃতজ্ঞ।
গাজী আব্দুর রশীদ: এরপর দেবাশীষ গোপ আমাদের দুটি ধারাবাহিক অনুষ্ঠানে সম্পর্কে মতামত জানাতে গিয়ে লিখেছেন, “জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান অনুষ্ঠানে মাহমুদ হেসাবির পদার্থ ও কেমিস্ট্রিসহ নানা বিষয়ে জ্ঞান ও গবেষণার বিষয় জেনে খুব ভালো লাগল। তবে ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে কিশোরী সোয়েনি জাহারা হোসেইনির যুদ্ধক্ষেত্রে মর্মান্তিক অভিজ্ঞতার কথা শুনে মনে কষ্ট হচ্ছিল।”
আশরাফুর রহমান: রেডিও তেহরানের অনুষ্ঠানমালা সম্পর্কে মতামত জানানোর জন্য ভাই দেবাশীষ গোপ আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভারতের পর আবারো বাংলাদেশ থেকে আসা চিঠি। এটি পাঠিয়েছেন বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন।
তিনি লিখেছেন, “৩১ জানুয়ারি রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো হল- বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, বিশেষ অনুষ্ঠান ইমাম মুহাম্মাদ তাকী (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, কথাবার্তা ও দর্পন। প্রতিটি অনুষ্ঠানই ছিল দারুণ উপভোগ্য ও শিক্ষণীয়। তবে সবকিছুকে ছাপিয়ে যে অনুষ্ঠানটি আমার হৃদয়কে আপ্লুত করেছে সেটি হল হজরত ইমাম মুহাম্মাদ তাকী (আ.)'র পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠান। এমন চমৎকার ও তথ্যবহুল একটি অনুষ্ঠানের জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
আকতার জাহান: ইমাম মুহাম্মাদ তাকী (আ.)'র পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। তো মতামত জানিয়ে ইমেইল পাঠানোয় শাহাদত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে সরাসরি কথা বলব ভারতের একজন নতুন শ্রোতার সঙ্গে। প্রথমেই তার পরিচয় জানা যাক।
গাজী আব্দুর রশীদ: শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে ক্লাব কার্যক্রমের একটি খবর। খবরটি পাঠিয়েছেন ঢাকায় নবগঠিত আইআরআইবি ফ্যান ক্লাবের সভাপতি প্রকৌশলী মোঃ মঞ্জুরুল আলম রিপন। তিনি জানিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি বাংলা বিভাগের শ্রোতাদের উদ্যোগে বাংলাদেশের রাজধানীতে ‘আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা’ নামে একটি ক্লাবের আত্মপ্রকাশ ঘটেছে। ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে ঢাকার মিরপুরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির যাত্রা শুরু হয়।
আশরাফুর রহমান: খবরে আরও বলা হয়েছেন, ডিএক্সার প্রকৌশলী মোঃ মঞ্জুরুল আলম রিপনকে সভাপতি ও সোহেল রানা হৃদয়কে সাধারণ সম্পাদক করে ‘আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা’র ৫১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও শ্রোতা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিও তেহরানের সিনিয়র নিউজ এডিটর ও সাবেক পরিচালক মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রেডিও তেহরানের বিশেষ প্রতিনিধি বাদশাহ রহমান এবং রেডিও তেহরানের মনিটর ও আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক জনাব আবু তাহের।
বেতার শ্রোতা সংগঠক এম জামাল আহমেদ সুবর্ণের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রেডিও তেহরানের মনিটর ও আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সভাপতি মোঃ শাহাদত হোসেন।
আকতার জাহান: রেডিও তেহরানের শ্রোতাবৃদ্ধির লক্ষে ক্লাব গঠনের যেকোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করব- নবগঠিত ক্লাবটি সকলের আস্থা অর্জন করবে। তো নবগঠিত ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের গোপালগঞ্জের জলিরপাড় থেকে গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের সভাপতি বিধান চন্দ্র টিকাদার। একটি মেইলে তিনি লিখেছেন,
গাজী আব্দুর রশীদ: "১০ ফেব্রুয়ারি 'আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা'র শুভ যাত্রা শুরু হলো। উক্ত ফ্যান ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। প্রায় অর্ধশত রেডিও তেহরানের শ্রোতাদের উপস্থিতিতে এ ফ্যান ক্লাবটি গঠিত হয়। এ ফ্যান ক্লাবে আমাকে একজন উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে এজন্য আমি কৃতজ্ঞ। আমি সর্বদা আমার উপদেশ দিয়ে রেডিও তেহরানের এ ফ্যান ক্লাবটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আশা রাখি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জেলায় আরও এমন আইআরআইবি ফ্যান ক্লাব গঠিত হবে।"
আশরাফুর রহমান: আমরাও চাই বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে আইআরআইবি ফ্যান ক্লাব গঠিত হোক। এ ব্যাপারে ডিএক্সার বন্ধুরা এগিয়ে আসুন- এটাই প্রত্যাশা।
আজকের আসরের শেষ মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে আর লিখেছেন এস এম নাজিমউদ্দিন।
তিনি লিখেছেন, "প্রিয় নবী (সা.)-এর প্রিয় নাতনি, আমিরুল মোমেনীন হযরত আলী (আ.) ও বেহেশতের নারীনেত্রী হযরত ফাতিমা জাহরা (সা. আ.)-এর কন্যা হযরত যায়নাব (সা. আ.)-এর পবিত্র জন্মদিন উপলক্ষ্যে ৫ ফেব্রুয়ারি রেডিও তেহরান থেকে প্রচারিত বিশেষ পরিবেশনাটি উপভোগ করলাম। ইসলামের ইতিহাসে ক্ষণজন্মা এই মহীয়সী নারী সম্পর্কে জানতে পেরে আমার ভালো লাগল। বিশেষ দিনের এই মহতী আলোচনার মাধ্যমে আমাদের জানার সুযোগ করে দেবার জন্যে রেডিও তেহরানকে অশেষ কৃতজ্ঞতা জানাই।"
আকতার জাহান: হযরত যায়নাব (সা. আ.)-এর পবিত্র জন্মদিন উপলক্ষ্যে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। ইমেইলের জন্য নাজিমউদ্দিন ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ।
শ্রোতাবন্ধুরা, আজকের আসরের জন্য নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে এসেছে। তবে বিদায় নেওয়ার জন্য আপনাদের জন্য রয়েছে একটি ভাষার গান। কথা ও সুরঃ চৌধুরী গোলাম মাওলার। আর গেয়েছেন এসবি হাবিব, রাশেদ মুহাম্মদ. মাহাফুজ চৌধুরী, হুমায়ুন কবির পারভেজ, ইমদাদুল হক এবং চৌধুরী গোলাম মাওলা।
গাজী আব্দুর রশীদ: তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে। (গান)