এপ্রিল ১৫, ২০২৩ ১৪:৩৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ১৫ এপ্রিল শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • নিউ সুপার মার্কেটে যেভাবে আগুনের সূত্রপাত বলে ব্যবসায়ীদের অভিযোগ:-প্রথম আলো
  • মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর-মানবজমিন
  • নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, তবে নির্বাপণে সময় লাগবে: ফায়ার ডিজি-দৈনিক সমকাল
  • পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চার মার্কেট বন্ধ-কালের কণ্ঠ
  • ফ্যাসিস্ট সরকারের চক্রান্তের হাতিয়ার হয়ে উঠেছে দুদক: মির্জা ফখরুল-যুগান্তর
  • অগ্নিকাণ্ড নাশকতা কি না, খতিয়ে দেখা হচ্ছে : আইজিপি-বাংলাদেশ প্রতিদিন 

ভারতের শিরোনাম:

  • মোদী পদবি বিতর্কে নাম জড়িয়ে পড়া সেই কোলারেই রবিবার সভা করবেন রাহুল, উৎসাহ কংগ্রেসে-আনন্দবাজার পত্রিকা
  • আদালতেও মিথ্যা বলছে ইডি-সিবিআই, সমনের পালটা মামলার হুঁশিয়ারি কেজরির-সংবাদ প্রতিদিন
  • দৈনিক সংক্রমণ সামান্য কমলেও থাকল ১০ হাজারের উপরেই -দৈনিক আজকাল

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

নিউ সুপার মার্কেটে যেভাবে আগুনের সূত্রপাত বলে ব্যবসায়ীদের অভিযোগ:-প্রথম আলো

ঢাকা নিউ সুপার মার্কেটে আজ শনিবার সকালে আগুন লেগে পুড়ে গেছে শতাধিক দোকানের জিনিসপত্র। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুন লাগতে পারে বলে মনে করেন ওই মার্কেটের ব্যবসায়ীরা।

আজ বেলা ১১টার দিকে ঢাকা নিউ সুপার মার্কেটের পাশে কথা হয় ওই মার্কেটের কয়েক ব্যবসায়ীর সঙ্গে। ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) বণিক সমিতির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেন, তাঁরা সকাল পৌনে ছয়টার দিকে মার্কেটের নিরাপত্তারক্ষীদের কাছ থেকে আগুন লাগার খবর পান।

ইশতিয়াক আহমেদ বলেন, ‘নিরাপত্তারক্ষীরা আমাদের জানিয়েছে, ভোর চারটার দিকে (সাহ্‌রির সময়) সিটি করপোরেশনের একদল লোক নিউ সুপার মার্কেটের পূর্ব পাশের সিঁড়ি বিনা নোটিশে ভাঙতে আসেন। নিরাপত্তারক্ষীরা তাঁদের অনেকবার নিষেধ করেন, সমিতির নেতাদের সঙ্গে কথা বলতে বলেন। অন্তত আগে বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে নিতে বলেন, কিন্তু সিটি করপোরেশনের লোকজন কারও কথা না শুনে সিঁড়ি ভাঙা শুরু করেন। এর কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ মার্কেটের নিচতলা ও তিনতলায় বিকট শব্দ হয় এবং ধোঁয়া বের হতে থাকে।’

ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) বণিক সমিতির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যসচিব কাজী আবুল খায়েরও একই কথা জানান। তিনি মনে করেন, নিয়ম না মেনে, বিদ্যুৎ–সংযোগ বন্ধ না করে সিঁড়ি ভাঙার কারণে আগুন লাগতে পারে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চার মার্কেট বন্ধ-কালের কণ্ঠ

রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটে আজ শনিবার ভোররাতে আগুনের ঘটনায় পার্শ্ববর্তী নিউ মার্কেট, চাঁদনী চক মার্কেট, চন্দ্রিমা মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতান বন্ধ রয়েছে।

নিউ মার্কেট হকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হুদা জানিয়েছেন, এই আগুনের কারণে নিউ মার্কেটগামী রাস্তা সায়েন্স ল্যাব ও নীলক্ষেত উভয় প্রান্ত থেকে বন্ধ রয়েছে, যে কারণে ক্রেতারা কম আসছেন। আগুনের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা মার্কেট খুলছি না। পরিস্থিতি স্বাভাবিক হলে খুলব।

এর আগে ফায়ার সার্ভিস ভোররাত ৫টা ৪০ মিনিটে ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন ধরার খবর পায়। বাহিনীর প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫টা ৪৩ মিনিটে। পরবর্তী সময়ে আরো ২৯টি ইউনিট যোগ দেয়।

বাহিনীর ৩০ ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে তিনতলা মার্কেটটিতে আগুন পুরোপুরি নিভতে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

ফ্যাসিস্ট সরকারের চক্রান্তের হাতিয়ার হয়ে উঠেছে দুদক: মির্জা ফখরুল-যুগান্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী সরকারের বিরুদ্ধে দুদক কোনো পদক্ষেপ নেয় না। জনগণকে বিভ্রান্ত ও আন্দোলন দমন করতে নেতৃবৃন্দের বিরুদ্ধে আবারও চক্রান্ত শুরু করেছে ফ্যাসিস্ট সরকার। আর এই চক্রান্তের হাতিয়ার হয়ে উঠেছে দুদক।

শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান ব্যর্থ, দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসার রাজনীতির কারণে সমাজ, রাষ্ট্র, রাজনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। এই প্রতিহিংসার রাজনীতির শিকার স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি  চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তথা জিয়া পরিবার এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 

মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর-মানবজমিন

বিভিন্ন মার্কেটে ধারাবাহিক আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া অগ্নিকাণ্ডের নেপথ্যে বিএনপি-জামায়াতের কোন যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখার জন্য বলেছেন তিনি। আজ সকালে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়াতে হবে। অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করছে কিনা তা খতিয়ে দেখতে হবে। সকলকে আরো বেশি সচেতন থাকতে হবে। সকলের নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের আগুন নেভানোর সময় অযথা ভিড় করা যাবে না। কোন প্রকার বাধা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, তবে নির্বাপণে সময় লাগবে: ফায়ার ডিজি-দৈনিক সমকাল

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানিয়েছেন, রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে তবে পুরোপুরি নির্বাপণে সময় লাগবে।

তিনি বলছেন, আগুন সকাল ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। তবে এ আগুন নির্বাপণ করতে আরও সময় লাগবে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। পরে একে একে ৩০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। ফায়ারের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, নিরাপত্তার স্বার্থে আগুন নির্বাপনের তথ্য জানাতে দেরি হয়েছে।

আগুন লাগার কারণ জানতে চাইলে নিউ সুপার মার্কেটের মালিক সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ বলেন, সিটি করপোরেশনের লোক রাত ৩টার দিকে ব্রিজ ভাঙ্গার কাজ করছিল। ব্রিজের ওখানে আমাদের কারেন্টের লাইন আছে সেটা তারা খেয়াল করেনি। ওই লাইনের উপর বুল্ডোজার চালানোর সময়ই আগুনের সূত্রপাত হয়। তারা কোনো পরিকল্পনা না করে এই ব্রিজ ভাঙার কারণে আজ এই দশা হয়েছে।

অগ্নিকাণ্ড নাশকতা কি না, খতিয়ে দেখা হচ্ছে : আইজিপি-বাংলাদেশ প্রতিদিন 

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘সম্প্রতি রাজধানীতে ঘটা বিভিন্ন অগ্নিকাণ্ড নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

আজ শনিবার দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির উদ্যোগে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা ও ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘রাজধানীর বিভিন্ন মার্কেটের অগ্নিকাণ্ড যারা ঘটাচ্ছে বা যেভাবে ঘটছে, সেটি আমরা খতিয়ে দেখছি। এছাড়া প্রতিটি ঘটনাই আমরা খতিয়ে দেখছি। যদি এসব অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতার ঘটনা হয়ে থাকে, তবে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘ইদানীং লক্ষ্য করছি যে, কয়েকটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। এর কারণে কিছু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের বিষয়ে দোকান মালিক সমিতি দৃষ্টি রাখবে বলে আশা করছি। আমি অনুরোধ করবো, যেহেতু অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে, তাদের প্রতি যদি আপনাদের সহযোগিতার হাত বাড়ানো হয়, তবে তাদের উপকার হবে।

মোদী পদবি বিতর্কে নাম জড়িয়ে পড়া সেই কোলারেই রবিবার সভা করবেন রাহুল, উৎসাহ কংগ্রেসে-আনন্দবাজার পত্রিকা

রুপোলি পর্দায় সাড়াজাগানো ‘কোলার গোল্ড ফিল্ডস’ নয়, কর্নাটকের সেই সোনার খনির শহরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোট প্রচার। ২০১৯ সালের লোকসভা ভোটে যেখানে মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে ২ বছরের জেলের সাজা হয়েছে তাঁর। খোয়াতে হয়েছে লোকসভার সাংসদ পদ।

কংগ্রেসের তরফে জানানো হয়েছে, রবিবার কোলারে ‘জয় ভারত সমাবেশে’ অংশ নেবেন রাহুল। বেঙ্গালুরুর প্রদেশ কংগ্রেস ভবনের অদূরে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত একটি প্রেক্ষাগৃহের উদ্বোধন করারও কথা তাঁর। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, কর্নাটকের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক ইনচার্জ রণদীপ সিংহ সুরজেওয়ালা, কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার, এবং কর্নাটক বিধানসভার বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-সহ দলের প্রথম সারির নেতারা রাহুলের কর্মসূচিতে হাজির থাকবেন।

আদালতেও মিথ্যা বলছে ইডি-সিবিআই, সমনের পালটা মামলার হুঁশিয়ারি কেজরির-সংবাদ প্রতিদিন

তদন্তে কিছু না পেয়ে আদালতেও মিথ্যাচার করছে ইডি-সিবিআই। মদ কেলেঙ্কারিতে সমন পাওয়ার পরই পালটা অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে আদালতে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

দিল্লির মদ কেলেঙ্কারিতে শুক্রবারই কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে সিবিআই। আগামী রবিবার তাঁকে সিবিআই (CBI) দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। 

কেজরিওয়াল বলছেন, “এসবটাই নির্ভেজাল মিথ্যাচার। এত তদন্ত করে, এত গ্রেপ্তার করে, গ্রেপ্তার হওয়া বন্দিদের উপর অত্যাচার করেও আম আদমি পার্টির বিরুদ্ধে কোনওরকম দুর্নীতির প্রমাণ জোগাড় করতে পারেনি সিবিআই। তাই আদালতে তারা মনগড়া কাহিনী তুলে ধরছে। ওরা বলছে ১০০ কোটি টাকা আমরা গোয়ার ভোটপ্রচারে খরচ করেছি। কিন্তু তার প্রমাণ কোথায়? সিবিআই দেখাক তো এই ১০০ কোটি টাকার ১ পয়সার প্রমাণ।”  দিল্লির মুখ্যমন্ত্রীর ঘোষণা, তিনি কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে আদালতকে বিভ্রান্ত করা এবং মিথ্যাচারের অভিযোগে মামলা করবেন। দিল্লির মুখ্যমন্ত্রী পাশে পেয়েছেন অন্য বিরোধীদেরও। প্রাক্তন কংগ্রেস (Congress) নেতা তথা রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল বলছেন, বিচারের নামে প্রহসন চালাচ্ছে মোদি সরকার।

দৈনিক সংক্রমণ সামান্য কমলেও থাকল ১০ হাজারের উপরেই -দৈনিক আজকাল

সামান্য কমল দৈনিক সংক্রমণ।

তবে দশ হাজারের উপরেই থাকল দৈনিক আক্রান্তের সংখ্যা। শুক্রবার যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গিয়েছিল। শনিবার, তা কমে দাঁড়াল ১০ হাজার ৭৫৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৩ লক্ষ ২২ হাজার ২১১ জন। সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৫৩ হাজার ৭২০ জন। করোনা এখনও অবধি প্রাণ কেড়েছে ৫ লক্ষ ৩১ হাজার ৯১ জনের। মৃত্যুহার ১.১৯ শতাংশ। তবে সুস্থতার হার স্বস্তি দিচ্ছে। তা ৯৮.৭১ শতাংশ। গোটা দেশের মধ্যে দিল্লি, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে সংক্রমণের হার সবচেয়ে বেশি।নয়া ভ্যারিয়েন্টই সংক্রমণ বাড়ার কারণ বলে জানিয়েছে হু। তবে এই ভ্যারিয়েন্ট কম বিপজ্জনক। কেন্দ্রও সমস্ত রাজ্যকে সতর্ক থাকার বার্তা দিয়েছে।

পার্সটুডে/বাবুল আখতার/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।