জুলাই ২৮, ২০২৩ ১৭:০৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৮ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ঢাকার সমাবেশ ও গ্রেপ্তারের প্রসঙ্গ-প্রথম আলো
  • এসএসসি-সমমানে পাস ৮০.৩৯ শতাংশ-ইত্তেফাক
  • টানটান উত্তেজনা উদ্বেগ-ঢাকায়-যুগান্তর
  • জনসমুদ্র নয়াপল্টন, বিএনপির মহাসমাবেশ চলছে-মানবজমিন
  • ৫ বছরে সড়কে ৩৯৫২২ প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি-ডেইলি স্টার বাংলা
  • নেতাকর্মী গ্রেপ্তার নিয়েও বিএনপি গুজব ছড়াচ্ছে, অভিযোগ আ. লীগের-কালের কণ্ঠ

কোলকাতার শিরোনাম:

  • মমতা-শুভেন্দু দ্বৈরথ রাজ্য বিধানসভায়-আনন্দবাজার পত্রিকা
  • নামে ‘ইন্ডিয়া’ অথচ জাতীয় স্বার্থ বোঝে না! বিরোধী জোটকে একহাত নিলেন জয়শংকর-সংবাদ প্রতিদিন
  • গৃহীত হয়েছে অনাস্থা, কবে হবে আলোচনা প্রশ্ন এখন সেটাই-গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

পল্টনে বিএনপির মহাসমাবেশ

রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। ঢাকায় দুই বড় দল আওয়ামী লীগ বিএনপির সমাবেশ। বৃষ্টি উপেক্ষা করে দল দুটির সমাবেশ হয়েছে। আওয়ামী লীগের শান্তি সমাবেশে জনতার ঢল। এদিকে বিএনপি সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা জাতীয়তাবাদী সমমনা জোট আজ রাজধানীতে সমাবেশ করেছে। সমাবেশে তারা ‘প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন দেওয়ার’ দাবি জানান। সরকারকে এবি পার্টি বলেছে, জনদাবি মেনে অনতিবিলম্বে পদত্যাগ করুন। যুগান্তর পত্রিকা এ সম্পর্কে লিখেছে নিরাপত্তায় মোড়া সমাবেশ এলাকা, প্রস্তুত জলকামন-সাঁজোয়া যান। তাছাড়া বিটিআরসির বিরুদ্ধে বিএনপির মহাসমাবেশে  ইন্টারনেট সেবা বন্ধের অভিযোগ করা হয়েছে। আর প্রথম আলো লিখেছে, বিএনপির মহাসমাবেশ- ঢাকায় ঢোকার পথগুলোতে পুলিশের তল্লাশি-জেরা, হয়রানি আর ভোগান্তি। আরও লেখা হয়েছে, শান্তি সমাবেশের মিছিল দেখলেই ইশারায় গাড়ি পার করে দেয় পুলিশ। মানবজমিন বিএনপির মহাসমাবেশ নিয়ে লিখেছে, নয়াপল্টন যেন জনমুদ্র।

আওয়ামী লীগের শান্তি সমাবেশ

দৈনিকটি আরো লিখেছে-ঢাকা যেন মিছিলের নগরী।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে বাংলাদেশের লক্ষ্যকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। এ লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের প্রশাসন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার গুরুত্বের ওপর জোর দিচ্ছে।

তবে এটাও মনে রাখতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এ মন্তব্য করেছেন। ব্রিফিংয়ে বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের পরিস্থিতি সংঘাতময় হয়ে উঠছে। ক্ষমতাসীন দলটি সরকার বিরোধীদের এ সমাবেশকে রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতার উসকানি হিসেবে দেখছে। তাই তা প্রতিহতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, তাদের হাজার হাজার নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংঘাতময় এ পরিস্থিতিকে আপনি কীভাবে দেখছেন? ক্ষমতাসীনেরা কী রাজপথের সহিংসতাকে উসকে দিচ্ছে? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমরা (যুক্তরাষ্ট্র) কোনো একক রাজনৈতিক দলের পক্ষে নই। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে বাংলাদেশের লক্ষ্যকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। এ লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের প্রশাসন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার গুরুত্বের ওপর জোর দিচ্ছে। তবে এটাও মনে রাখতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই।’

সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছে: প্রধানমন্ত্রী-যুগান্তর

আওয়ামী লীগ সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, দেশের মানুষ যেন ন্যায়বিচার পায়, আওয়ামী লীগ সরকার তা নিশ্চিত করেছে।

তিনি বলেন, আইন বিশ্ববিদ্যালয় করার নির্দেশ দিয়েছিলাম। এখানে আইনমন্ত্রী আছেন, আমি বলব, এ বিষয়ে দ্রুত কাজ করা দরকার। এটি আমরা করে দেব।

এসএসসি-সমমানে পাস ৮০.৩৯ শতাংশ-ইত্তেফাক

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পাসের ৮০.৩৯ শতাংশ। শুক্রবার (২৮ জুলাই) সকালে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের কপি হস্তান্তর করেন শিক্ষামনন্ত্রী ডা. দীপু মনি।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

নামে ‘ইন্ডিয়া’ অথচ জাতীয় স্বার্থ বোঝে না! বিরোধী জোটকে একহাত নিলেন জয়শংকর-সংবাদ প্রতিদিন

বিদেশমন্ত্রী হিসেবে বরাবরই বিশ্বের দরবারে দেশের মাথা উঁচু রাখতে চান জয়শংকর। সেক্ষেত্রে জাতীয় স্বার্থে আঘাত লাগে, এমন কিছু মেনে নিতে তিনি একেবারেই নারাজ। সম্প্রতি সে প্রসঙ্গে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র সমর্থকদের তুলোধোনা করলেন তিনি। রাজ্যসভায় মোদির সাম্প্রতিক বিদেশ সফর নিয়েই মূলত কথা বলতে শুরু করেন তিনি। আর তখনই ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’ স্লোগানে সভাকক্ষ ভরিয়ে তোলেন বিরোধীরা। উল্টোদিকে ‘মোদি,মোদি’ স্লোগানও ভেসে আসে বিজেপির তরফে। বিরক্ত হয়ে মাঝপথে থামতে বাধ্য হন জয়শংকর। ঘটনায় বেজায় চটেছেন তিনি। এরপরই সাংবাদিক সম্মেলনে রীতিমতো তুলোধনা করেন বিরোধীদের।বিরোধীদের উদ্দেশে তাঁর কটাক্ষ, নাম ‘ইন্ডিয়া’, অথচ তাঁরাই জাতীয় স্বার্থ বোঝেন না! সেইসঙ্গে স্পষ্ট ভাষায় নিজের ক্ষোভের কারণ জনসমক্ষে বলেন জয়শংকর।দেশ অপেক্ষা রাজনৈতিক স্বার্থকেই বেশি প্রাধান্য দিচ্ছেন বলে মনে করেছেন জয়শংকর।

বিধানসভায় বাদল অধিবেশনের চতুর্থ দিনে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার দ্বৈরথ দেখা গেল। গত সোমবার অধিবেশন শুরু হলেও বৃহস্পতিবারই প্রথম সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দাবি মেনেই বিধানসভায় পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনার অনুমতি দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর তাতে অংশ নিয়েই শুভেন্দু তৃণমূলকে আক্রমণ করেন। শুভেন্দুর পরেই বক্তৃতা করেন মমতা। সরাসরি শুভেন্দুকে আক্রমণ করার পাশাপাশি মমতা বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকেও নিশানা করেন। নাম না-নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সমালোচনা করেন তিনি।

বৃহস্পতিবার বিধানসভায় সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায় মুখ্যমন্ত্রী বক্তৃতা শুরু করার পরেই। শুভেন্দুর বক্তৃতার সময়ে তৃণমূল বিধায়কেরা চুপচাপ ছিলেন। কিন্তু মমতা যখন শুভেন্দুকে আক্রমণ করতে থাকেন, তখনই হইহট্টগোল শুরু হয়ে যায়। সেই সময়ে মমতা নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের ভোটগণনা প্রসঙ্গ তুলতেই বিজেপি বিধায়কেরাও চিৎকার করতে থাকেন। মুখ্যমন্ত্রীকে বক্তৃতায় বাধা দেওয়ার পাশাপাশি শুভেন্দুর নেতৃত্বে ওয়াকআউটও করেন বিজেপি বিধায়কেরা। কালো কাপড় দেখিয়ে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান তাঁরা। সেই সময়ে তাঁরা ‘শেম শেম মুখ্যমন্ত্রী’ স্লোগানও তোলেন।

গৃহীত হয়েছে অনাস্থা, কবে হবে আলোচনা প্রশ্ন এখন সেটাই-গণশক্তি

অনাস্থা প্রস্তাবের ওপর দ্রুত আলোচনা শুরু করতে হবে। শুক্রবার এই দাবিতে লোকসভার অভ্যন্তরে সরব হলেন বিরোধীরা। এদিন বেলা ১১টায় সংসদ শুরু হলে বিরোধীদের পক্ষ থেকে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে আবেদন করা হয় অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা শুরু করার। ২৬ জুলাই অনাস্থা প্রস্তাব গ্রহন করা হলেও এখনও পর্যন্ত আলোচনার জন্য কোনদিন নির্ধারিত হয়নি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ২৮

ট্যাগ