ফেব্রুয়ারি ০৫, ২০২৪ ১৫:৪৩
গত পর্বের আলোচনায় আমরা বলেছিলাম যে ওমর খৈয়াম শিশু ও কৈশরকালে বিভিন্ন মক্তবখানা বা তৎকালীন যুগের প্রচলিত বিদ্যাশিক্ষা কেন্দ্র থেকে নিশাপুরের বিশিষ্ট শিক্ষকদের কাছ থেকে বিজ্ঞান, সাহিত্য ও দর্শন শিখেছিলেন। তিনি সে সময় ইমাম মোয়াফ্ফাক নিশাপুরী, শেখ মোহাম্মদ মানসুরী প্রমুখ শিক্ষকদের কাছে এসব বিষয়ে জ্ঞানার্জন করেন।