ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ড: নারীসহ আরও দুজনের মরদেহ উদ্ধার
https://parstoday.ir/bn/news/bangladesh-i101840-ঝালকাঠিতে_লঞ্চে_অগ্নিকাণ্ড_নারীসহ_আরও_দুজনের_মরদেহ_উদ্ধার
বাংলাদেশের ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ছ’দিন পর আজ (বুধবার) সকালে ভাটির দিকে বিষখালী নদীতে অজ্ঞাত আরো দু’জনের লাশ ভেসে উঠেছে।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
ডিসেম্বর ২৯, ২০২১ ১৬:৪৩ Asia/Dhaka
  • ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ড: নারীসহ আরও দুজনের মরদেহ উদ্ধার

বাংলাদেশের ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ছ’দিন পর আজ (বুধবার) সকালে ভাটির দিকে বিষখালী নদীতে অজ্ঞাত আরো দু’জনের লাশ ভেসে উঠেছে।

প্রথমে সাড়ে আটটার দিকে ভাটির দিকে কিস্তাকাঠি এলাকার বিষখালী নদীর চর থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়। এর প্রায় তিন ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে রাজাপুর উপজেলার বড়ইয়া এলাকার বিষখালী নদীর চর থেকে অজ্ঞাতনামা আরেক যুবকের লাশ উদ্ধার করা হয়।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, আজ সকালে উদ্ধার হওয়া লাশ দুটি সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে লাশ দুটির পরিচয় এখনো জানা যায়নি।

উদ্ধারকৃত মৃত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর এবং পরনে গোলাপি রঙের সালোয়ার-কামিজ রয়েছে। আগুনে ঝলসানো লাশের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, তিনি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ যাত্রীদের একজন। উদ্ধার হওয়া ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর পরনে কালো রঙের জিনসের প্যান্ট ও একটি গেঞ্জি ছিল। তাঁর পকেটে থাকা মানিব্যাগে একটি ছবি পাওয়া গেছে। তবে ছবিটি কার, সেটা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

এ নিয়ে গত তিন দিনে সুগন্ধা ও বিষখালী নদী থেকে পাঁচটি লাশ উদ্ধার করা হলো। তাছাড়া, বরগুনা জেলা প্রশাসনের তালিকায় নিখোঁজ রয়েছেন ৩৩ জন। ঝালকাঠি জেলা পুলিশ যে তালিকাইয় নিখোঁজ ৪০ জন। আর ঝালকাঠি যুব রেড ক্রিসেন্ট যে তালিকা করেছে, তাতে নিখোঁজ আছেন ৫১ জন।

এদিকে আজ সকাল থেকেই সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন প্রান্তে ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রলার ও নৌযান নিয়ে নিখোঁজ যাত্রীদের সন্ধান করছেন। পাশাপাশি কোস্টগার্ডের সদস্যরাও তাঁদের সহায়তা করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজাপুরের নাপিতেরহাট এলাকায় বিষখালীর নদীর চরে আরও একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিয়েছেন।

উল্লেখ্য, ২৩ ডিসেম্বর দিবাগত রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় আজ পর্যন্ত মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ৪৪ জনে।

ইতোমধ্যে, এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনা তদন্তে গঠিত কমিটিগুলোর প্রতিবেদন ৩০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সব লঞ্চ-জাহাজের ইঞ্জিনের অবস্থাসহ নৌযানের ফিটনেসের বিষয় জানিয়ে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া, এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় আহত-নিহত ব্যক্তিদের তালিকাও আদালতে দাখিল করতে বলা হয়েছে।

এমভি অভিযান-১০ নৌ দুর্ঘটনাকে কেন্দ্র করে করা পৃথক দুটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল (মঙ্গলবার) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।