করোনা সংক্রমণে উচ্চ ঝুঁকিতে ঢাকা-চট্টগ্রামসহ ১২ জেলা
https://parstoday.ir/bn/news/bangladesh-i102686-করোনা_সংক্রমণে_উচ্চ_ঝুঁকিতে_ঢাকা_চট্টগ্রামসহ_১২_জেলা
বাংলাদেশে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত পাঁচ মাসের মধ্যে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে গতকাল। এমন এক পরিস্থিতিতে ঢাকা-চট্টগ্রামসহ দেশের ১২ জেলাকে করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ (রেড জোন) জেলা হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ (বুধবার) অধিদপ্তরের করোনা ড্যাশবোর্ড ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জানুয়ারি ১৯, ২০২২ ১৭:০৮ Asia/Dhaka
  • করোনা সংক্রমণে উচ্চ ঝুঁকিতে ঢাকা-চট্টগ্রামসহ ১২ জেলা

বাংলাদেশে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত পাঁচ মাসের মধ্যে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে গতকাল। এমন এক পরিস্থিতিতে ঢাকা-চট্টগ্রামসহ দেশের ১২ জেলাকে করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ (রেড জোন) জেলা হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ (বুধবার) অধিদপ্তরের করোনা ড্যাশবোর্ড ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ জেলাগুলো হলো- ঢাকা, গাজীপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, বগুড়া, দিনাজপুর, চট্টগ্রাম, লালমনরিহাট, খাগড়াছড়ি, পঞ্চগড় ও রাঙামাটি। অর্থাৎ ঢাকা ও রাঙামাটির পর আরো ১০ জেলাকে করোনা সংক্রমণের রেড জোনে বা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া হলুদ জোন বা মধ্যম ঝুঁকিতে রয়েছে ৩২ জেলা। আর গ্রিন বা সবুজ জোনে রয়েছে ১৬ জেলা।

হলুদ জোন বা মধ্যম ঝুঁকিতে যে ৩২ জেলা- এসব জেলার শনাক্তের হার ৫-১০ শতাংশের মধ্যে। এগুলো হলো- সিলেট, ফেনী, নারায়ণগঞ্জ, নোয়াখালী, কক্সবাজার, মৌলভীবাজার, ফরিদপুর, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর, জামালপুর, নওগাঁ, ঝিনাইদহ, নাটোর, সাতক্ষীরা, পিরোজপুর, বাগেরহাট, মাগুরা, নড়াইল, পটুয়াখালী, কুড়িগ্রাম, জয়পুরহাট, শেরপুর, ঝালকাঠি, ঠাকুরগাঁও।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, রাজধানীতে করোনা সংক্রমণের হার ২৮ দশমিক ১১ শতাংশ। রাঙামাটিতে করোনা সংক্রমণের হার ১০ দশমিক ৭১ শতাংশ। এ ছাড়া গাজীপুরে করোনা সংক্রমণের হার ১০ দশমিক ৪৯, রাজশাহীতে ১৪.৭৪ শতাংশ, যশোরে ১১ দশমিক ২১, কুষ্টিয়ায় ১১.৩৮ শতাংশ, বগুড়ায় ১১.৮৪ শতাংশ, দিনাজপুরে ১১.২৬ শতাংশ, চট্টগ্রামে ১৮ দশমিক ৪৮, লালমনরিহাটে ১০ দশমিক ৭১, খাগড়াছড়িতে ১০ দশমিক ১৯ শতাংশ, পঞ্চগড়ে ১০ দশমিক ৩৮ শতাংশ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।