পহেলা বৈশাখের অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করার নির্দেশ দিল ডিএমপি কমিশনার
https://parstoday.ir/bn/news/bangladesh-i106520-পহেলা_বৈশাখের_অনুষ্ঠান_দুপুর_২টার_মধ্যে_শেষ_করার_নির্দেশ_দিল_ডিএমপি_কমিশনার
আগামি বৃহস্পতিবার পহেলা বৈশাখের অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১২, ২০২২ ১৬:০৬ Asia/Dhaka
  • ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের প্রেস ব্রিফিং।
    ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের প্রেস ব্রিফিং।

আগামি বৃহস্পতিবার পহেলা বৈশাখের অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। 

আজ দুপুরে রমনা বটমূলে নববর্ষের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার জানান, এবার রমজানের মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান হচ্ছে। তাই কোনো খাবার দোকান খোলা থাকবে না। রমজানের কারনে দুপুর ১টার পর কাউকে এই এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। এবার ২টার মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে।

তিনি বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠান চলাকালে রমনা বটমূল ও এর আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ করা হবে। প্রতিটি প্রবেশ গেটে তল্লাশি করা হবে। সিসিটিভি ক্যামেরায় সম্পূর্ণ এলাকা নজরদারিতে থাকবে বলেও জানান এই পুলিশ কমিশনার ।

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, রমনা বটমূলে প্রবেশে চেকপোস্ট থাকবে। চেক না করে কাউকে ঢুকতে দেওয়া হবে না। কোনো যানবাহন এই এলাকায় চলবে না। রমনা এলাকায় ডগ স্কোয়াড সুইপিং করেছে, সন্ধ্যায় করা হবে এবং আগামীকালও করা হবে। নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল থাকবে রমনার লেকে। ইভটিজিং রোধে ডিএমপি কমিশনার বলেন, সাদা পোশাকে পুলিশের উল্লেখযোগ্য সদস্য সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকবে।#

 

পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।