বাংলাদেশে পালিত হযরত আলী (আ.)'র পবিত্র শাহাদাত বার্ষিকী
-
বাংলাদেশের রাজধানী মোহম্মাদপুর শিয়া মসজিদে পালিত হযরত আলী (আ.)র পবিত্র শাহাদাত বার্ষিকী
একুশ রমজান আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.)'র শাহাদতবার্ষিকী। একুশে রমজান পৃথিবী হারিয়েছিল বিশ্বনবী-(সা.)'র শ্রেষ্ঠ প্রতিনিধি ও শ্রেষ্ঠ অনুসারীকে, হারিয়েছিল বিশ্বনবী-সা:'র জ্ঞান-নগরীর মহাতোরণকে, হারিয়েছিল রাসূল (সা:)'র পর সবচেয়ে দয়ালু ও উদার আত্মার অধিকারী মানুষ এবং হেদায়াতের উজ্জ্বলতম প্রদীপকে।
এ উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন শহরে পালিত হয়েছে শোক মজলিস। বক্তারা উক্ত শোক মজলিসে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করেন। হজরত আলী (আ.) ইমাম হাসান (আ.)-কে বলেছিলেন, “বাবা হাসান! আমার মৃত্যুর পর যদি চাও আমার হত্যাকারীকে মুক্তি দেবে তাহলে মুক্তি দিও, যদি চাও কিসাস গ্রহণ করবে তাহলে লক্ষ্য রাখবে, সে তোমার পিতাকে একটি আঘাত করেছে, তাকেও একটি আঘাত করবে। যদি তাতে মৃত্যুবরণ করে তো করল, নতুবা ছেড়ে দেবে।”
হযরত আলী (আ.)'র পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২২ এপ্রিল শুক্রবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হাবিবপুর গুলশানে যাহারা ইমাম বাড়িতে শোক মজলিস অনুষ্ঠিত হয়। এ শোক মজলিসে অংশগ্রহণ করেন অত্র এলাকার ধর্মপ্রাণ শিয়া মুসলমানরা।

পার্সটুডে/মো.আবুসাঈদ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।