সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i108838-সীতাকুণ্ডে_অগ্নিকাণ্ডের_ঘটনায়_মৃতের_সংখ্যা_বেড়ে_৪৩_জনে_দাঁড়িয়েছে_প্রধানমন্ত্রীর_শোক_প্রকাশ
চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে সৃষ্ট আগুন আজ বিকাল পর্যন্ত গত ১৭ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। এ অবস্থায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় সহযোগিতার কাজে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৫, ২০২২ ১৭:০৯ Asia/Dhaka
  • সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে সৃষ্ট আগুন আজ বিকাল পর্যন্ত গত ১৭ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। এ অবস্থায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় সহযোগিতার কাজে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।

ঘটনাস্থলে উপস্থিত  চট্টগ্রাম সেনানিবাসের ইঞ্জিনিয়ারিং কোর–১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরা সুলতানা  দুপুরে  সাংবাদিকদের জানান, ‘কনটেইনার ডিপোটিতে হাইড্রোজেন পারক্সাইড রয়েছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। আমাদের কেমিক্যাল বিশেষজ্ঞরা ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

গতকাল শনিবার রাতে আগুন লাগার পর রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর  পর একের পর এক রাসয়নিক বোঝাই  কন্টেইনার  বিষ্ফোরনে  কেঁপে ওঠে সমগ্র  এলাকা।  ধোঁয়ায় ছেয়ে যায় আশ-পাশের  অঞ্চল ।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের   উপপরিচালক আনিসুর রহমান সাংবাদিকদের জানান, কনটেইনার ডিপোটিতে হাইড্রোজেন পারক্সাইড নামে বিপুল পরিমাণ তরল রাসায়নিক  রয়েছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিন্তু কাছাকাছি যাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরপর ভেতর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। সীতাকুণ্ডের অগ্নিদুর্ঘটনায় ফায়ার সার্ভিসের নিহত কর্মীর সংখ্যা বেড়ে ৮জন হয়েছে। এছাড়া ১৫ জন অসুস্থ অবস্থায় চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছে। এদের মধ্যে গুরুতর দুজনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হচ্ছে।

সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য ৭ সদস্যের উচ্চতর কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়। আজ রবিবার (৫ জুন) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। কমিটির প্রধান করা হয়েছে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মো. রেজাউল করিম, পিএসসিকে এবং সদস্য সচিব করা হয়েছে চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আনিসুর রহমানকে।

বিস্ফোরণ ও আগুনের ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। আর আহত প্রত্যেক ব্যক্তিকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী

এদিকে, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তা ছাড়া তিনি আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের জন্য নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা দিতে সরকারের পাশাপাশি দলীয় নেতা–কর্মীদের এগিয়ে আসতে আহ্বান জানান।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।