বাংলাদেশের বিভিন্ন শহরে আশুরা উদযাপিত
https://parstoday.ir/bn/news/bangladesh-i111680-বাংলাদেশের_বিভিন্ন_শহরে_আশুরা_উদযাপিত
বাংলাদেশে আজ (মঙ্গলবার) পালিত হলো পবিত্র আশুরা। আশুরার এদিনে কারবালায় সপরিবারে শহীদ হন বিশ্ব নবীর প্রাণ প্রিয় নাতি ইমাম হোসাইন(আ.)। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে রাজধানী ঢাকাসহ সারা দেশে পবিত্র আশুরা পালন করা হয়। দিনব্যাপী এই কর্মসূচির মধ্যে ছিল তাজিয়া ও শোক মিছিল।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ০৯, ২০২২ ১৮:১৮ Asia/Dhaka
  • বাংলাদেশের বিভিন্ন শহরে আশুরা উদযাপিত
    বাংলাদেশের বিভিন্ন শহরে আশুরা উদযাপিত

বাংলাদেশে আজ (মঙ্গলবার) পালিত হলো পবিত্র আশুরা। আশুরার এদিনে কারবালায় সপরিবারে শহীদ হন বিশ্ব নবীর প্রাণ প্রিয় নাতি ইমাম হোসাইন(আ.)। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে রাজধানী ঢাকাসহ সারা দেশে পবিত্র আশুরা পালন করা হয়। দিনব্যাপী এই কর্মসূচির মধ্যে ছিল তাজিয়া ও শোক মিছিল।

৬১ হিজরির ১০ মহরম তথা আশুরার দিনে ইরাকের কারবালা প্রান্তরে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার সেনাদের হাতে শহীদ হন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.-এর দৌহিত্র ইমাম হুসাইন (আ.) ও তাঁর সঙ্গীরা। হযরত ইমাম হোসাইন (আ.)'র পবিত্র আশুরা উপলক্ষে আজ (মঙ্গলবার) বাংলাদেশের বিভিন্ন শহরে শোক কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, শোক ও মাতম মিছিল। #

পার্সটুডে/আবুসাঈদ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।