শরীয়তপুরে বিশ্বনন্দিত কবি মাওলানা জালাল উদ্দীন রুমির স্মরণসভা অনুষ্ঠিত
https://parstoday.ir/bn/news/bangladesh-i114252-শরীয়তপুরে_বিশ্বনন্দিত_কবি_মাওলানা_জালাল_উদ্দীন_রুমির_স্মরণসভা_অনুষ্ঠিত
বাংলাদেশের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলাধীন পন্ডিতসারে অবস্থিত আধ্যাত্মিক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান চিশতীনগর শরীফিয়া লাইব্রেরী পাঠকচক্রের উদ্যোগে বিশ্বনন্দিত কবি ও সুফি সাধক হযরত জালাল উদ্দীন রুমি (রহ.)-এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ০৮, ২০২২ ০২:৫৩ Asia/Dhaka
  • শরীয়তপুরে বিশ্বনন্দিত কবি মাওলানা জালাল উদ্দীন রুমির স্মরণসভা অনুষ্ঠিত

বাংলাদেশের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলাধীন পন্ডিতসারে অবস্থিত আধ্যাত্মিক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান চিশতীনগর শরীফিয়া লাইব্রেরী পাঠকচক্রের উদ্যোগে বিশ্বনন্দিত কবি ও সুফি সাধক হযরত জালাল উদ্দীন রুমি (রহ.)-এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত স্মরণসভায় রুমির জীবনালেখ্য ও দর্শন বিষয়ে দেশব্যাপী আহ্বানকৃত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, রুমির অনূদিত কবিতা আবৃত্তি, রুমির জীবনাদর্শ বিষয়ক আলোচনা, রুমি রচিত ফার্সি গজল ইত্যাদি পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতিহাসবিদ, অধ্যাপক ড. আসরারুল হক চিশতী, বিশেষ অতিথি ইরানের আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবু সালেহ এবং সভাপতি ছিলেন চিশতীনগর খানকা-ই-চিশতীয়ার মহান প্রতিষ্ঠাতার প্রপৌত্র, ঢাকা মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ গোলাম মোগনী মাওলা।

অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও পরিচালনা করেন চিশতীনগরের তত্ত্বাবধায়ক ও প্রকল্প পরিচালক পীরজাদা প্রকৌশলী সৈয়দ গোলাম মুরসালিন। শরীয়তপুর জেলার বিভিন্ন স্তরের কবি, সাহিত্যিক ও শিক্ষাবিদগণের এক উল্লেখযোগ্য অংশ সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।

রচনা প্রতিযোগিতায় ১ম থেকে ৫ম স্থান অধিকারীদের সম্মাননা পুরস্কার এবং বাকি সব অংশগ্রহণকারীদের শুভেচ্ছা পুরস্কারে অভিনন্দিত করা হয়।

উল্লেখ্য, প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষাবিদগণ অংশগ্রহণ করেন। সমাগত অতিথিদের আপ্যায়নের পর রুমী রচিত বিখ্যাত দুইটি ফার্সি গজল পরিবেশন করেন চিশতীনগরের নিজস্ব কাওয়াল দল। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ফার্সি গজলের বাংলা উচ্চারণ ও অর্থ সম্বলিত মুদ্রিত কাগজ বিতরণ করা হয়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।