রোহিঙ্গাক্যাম্প: ট্রান্স ন্যাশনাল অর্গানাইজড ক্রাইমের ঘাঁটি: উদ্বিগ্ন নিরাপত্তা বিশ্লেষকরা
https://parstoday.ir/bn/news/bangladesh-i114990-রোহিঙ্গাক্যাম্প_ট্রান্স_ন্যাশনাল_অর্গানাইজড_ক্রাইমের_ঘাঁটি_উদ্বিগ্ন_নিরাপত্তা_বিশ্লেষকরা
সপ্তাহ পার না হতেই কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে আবারও খুনের ঘটনা ঘটেছে। উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পে মোহাম্মদ সালাম নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৬, ২০২২ ১৬:৪৯ Asia/Dhaka

সপ্তাহ পার না হতেই কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে আবারও খুনের ঘটনা ঘটেছে। উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পে মোহাম্মদ সালাম নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার রাতে কুতুপালং ২ নম্বর ক্যাম্পের ‘সি’ ব্লকে ৮-১০ জন মুখোশধারী লোক এ যুবককে গুলি করে হত্যা করে বলে জানিয়েছেপুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ সালাম ওই ক্যাম্পের বাসিন্দা। তবে কী কারণে এ যুবককে হত্যা করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে জড়িতদের ধরতে বিশেষ অভিযান চলছে আইন শৃঙ্খলা বাহিনীর।

এমন পরিস্থিতিতে সবশেষ অবস্থা সম্পর্কে জানতে কথা হয় রোহিঙ্গা ক্যাম্প এলাকার একজন মাবাধিকার উন্নয়ন কর্মীর সঙ্গে। মো: শরিফ নামের ঐ মানবাধিকার কর্মী রেডিও তেহরানেকে বলেন, চলতি অক্টোবরের ২৫ দিনে মোট ৬ টি দুর্ধষ খুনের ঘটনা ঘটেছে রোহিঙ্গা ক্যাম্পে। বিচ্ছিন্নতাবাদী বেশ কয়েকটি গ্রুপের সদস্যরা মিয়ানমার সীমান্ত থেকে আবারো ক্যাম্পে ফিরে আসায় এধরনের ঘটনা ঘটছে বলে জানান তিনি।

এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব:) আব্দুর রশিদ রেডিও তেহরানকে বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকা এখন ট্রান্সন্যাশনাল অর্গানাইজ ক্রাইমের ঘাঁটি হয়ে গেছে। বিশেষ করে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ তাদের নিরাপদ আস্তানা বানাতে চায় এই ক্যাম্পকে। একই সাথে মাদক চালান ও ব্যবসার সুযোগ থাকায় পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে। যেখানে সংখ্যায় কম হলেও আরসা সদস্যদের সম্পৃক্ততা রয়েছে বলে মনে করেন এই সাবেক সেনা কর্মকর্তা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে বলে রেডিও তেহরানকে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম। বিশেষ গোয়েন্দা নজরদারীসহ ক্যাম্প এলাকার নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন ইউনিট কাজ করছে বলেও জানান তিনি। #

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।