আবার ম্যাচ সেরা মিরাজ
ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। এতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে লিটন দাসের দল। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। সেবার ওয়ানডেতে প্রতিবেশীদের ২-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল টাইগাররা।
ঢাকার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অনবদ্য সেঞ্চুরি ও মাহমুদুল্লাহ রিয়াদের ফিফটিতে ৭ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৯ উইকেটে ২৬৬ রানে থামে ভারত।
মাহমুদুল্লাহ রিয়াদের করা ৪৯তম ওভারে দু’বার রোহিত শর্মার ক্যাচ ছেড়ে ম্যাচটা একটু কঠিন করে ফেলে বাংলাদেশ। শেষ ওভারে ২০ রান প্রয়োজন ছিল ভারতের। স্ট্রাইকে ছিলেন রোহিত। মোস্তাফিজ প্রথম বল ডট দিলেও পরপর দুটি চার হজম করেন। চতুর্থ বলে আবার ডট। পঞ্চম বলে ছক্কা। অর্থাৎ শেষ বলে ভারতের প্রয়োজন ছিল ৬ রানের। মোস্তাফিজ ব্লকহোলে বলটা করায় বাউন্ডারি মারতে পারেননি রোহিত। বাংলাদেশ পায় ৫ রানের জয়।
২৮ বলে তিন চার ও পাঁচ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন রোহিত। অক্ষর প্যাটেল করেন ৫৬ বলে ৫৬ রান। এছাড়া, শ্রেয়াস আইয়ার ১০২ বলে খেলেন ৮২ রানের ইনিংস।

ব্যাট হাতে ৮৩ বলে অপরাজিত সেঞ্চুরি করার পর বোলিংয়েও আলো ছড়ান মেহেদী মিরাজ। ৪৬ রানে নেন ২ উইকেট। এছাড়া সাকিব আল হাসান ১০ ওভারে এক মেডেসনহ ৩৯ রানে নেন ২ উইকেট। ১০ ওভারে ৪৫ রানে ইবাদত হোসেনের শিকার ৩ উইকেট। মোস্তাফিজুর রহমান নিয়েছেন ৪৩ রানে ১ উইকেট। প্রথম ওয়ানডেতে মিরাজ-মোস্তাফিজের ঐতিহাসিক জুটিতে বাংলাদেশ জিতেছিল ১ উইকেটে।
এর আগে, টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৬৯ রানেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সপ্তম উইকেটে জুটি গড়েন মিরাজ-মাহমুদুল্লাহ। দলীয় ২১৭ রানে মাহমুদুল্লাহর বিদায়ে ভাঙে এ জুটি। ৯৬ বলে ৭ চারে ৭৭ রান করেন তিনি।
রিয়াদ আউট হওয়ার পর নয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা নাসুম আহমেদকে সঙ্গে নিয়ে শেষ ২৩ বলে ৫৩ রানের ঝড়ো পার্টনারশিপ গড়েন মিরাজ। এই জুটিতেই মেইডেন সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৮৩ বলে ৮টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ক্যারিয়ার সেরা ১০০ রান করেন মিরাজ। এ ছাড়া এনামুল ১১, লিটন ৭, শান্ত ২১, সাকিব ৮, মুশফিক ১২ রান করেন।
বোলিংয়ে ভারতের পক্ষে ৩ উইকেট পান ওয়াশিংটন সুন্দর। আর মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক দুটি করে উইকেট লাভ করেন।
প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন মেহেদী হাসান মিরাজ।#
পার্সটুডে/এআর/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।