বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩
আঞ্চলিক বাজারের কেন্দ্রস্থল হচ্ছে বাংলাদেশ, বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ৩০০ কোটি মানুষের আঞ্চলিক বাজারের কেন্দ্রস্থল হতে পারে। পূর্ব-প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন হিসেবে যোগাযোগ ক্ষেত্রে বাংলাদেশ বিশেষ ভূমিকা রাখতে পারে। তাই বাংলাদেশে বিদেশীদের বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (শনিবার) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট রাষ্ট্রে রূপান্তরের যাত্রাকে মসৃণ করতে বাংলাদেশে বিনিয়োগের জন্য বিশ্বের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, বিনিয়োগের জন্য সর্বক্ষেত্রে সহযোগিতায় বাংলাদেশ সবসময় প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্য সেতুবন্ধন হতে চায় বাংলাদেশ।
১২টি আন্তর্জাতিক সংস্থার সিইও, দুইশ’র বেশি বিদেশি বিনিয়োগকারী এবং বিশ্বের ১৭টি দেশের ব্যবসায়ী নেতাদের নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩ আয়োজন করেছে এফবিসিসিআই।
এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী পরিবেশের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ব্যবসায়ীদের সবধরনের সহযোগিতা দিয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী। আগামীতে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ বিশ্বের সকল দেশের সাথে যোগাযোগ নেটওয়ার্কের সেতুবন্ধন হয়ে উঠতে চায় বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বক্তৃতায়, নিত্যপণ্যের বাজারদর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের বিজনেজ সামিট বাংলাদেশের সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরতে 'এক যুগান্তকারী উদ্যোগ' বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি মো: জসিম উদ্দিন।

তবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সরকারে অনেক উদ্যোগ থাকলেও ব্যবসাবান্ধব সুযোগকে কাজে লাগাতে অবশ্যই ব্যবসায়ী স্বার্থ নিশ্চিত করতে হবে। কোন ধরনের আমলাতান্ত্রিকতাকে বাড়তে দেয়া যাবে না। বিদেশি বিনিয়োগকারীদের সুবিধা নিশ্চিতের উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। থাকতে হবে সমন্বয়। #
পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।