ঈদের ছুটিতে বিনোদনের নামে চিড়িয়াখানায় ভীড়
বাংলাদেশে শিক্ষামূলক বিনোদনের অভাব
বাংলাদেশে চলছে ঈদের ছুটি। এসময়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন বড় শহরগুলো থেকে বেশির ভাগ মানুষই গ্রামে ছোটেন প্রিয় স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। কিন্তু চাকরি কিংবা নানা পারিবারিক বাস্তবতায় অনেকের আবার গ্রামে যাওয়ার সুযোগ সব সময় হয় না।
তখন তাদের ঈদের আনন্দ কাটাতে হয় এই ইটপাথরের জটাজঞ্জালের নগরেই। যেখানে আসলে বিনোদন বলতে শাহবাগের জাতীয় যাদুঘর, ঢাকার মিরপুরে চিড়িয়াখানাই প্রধান আকর্ষণের খরচ খানিকটা কম। আর অন্যসব বিনোদন কেন্দ্রের টিকিটের দাম বেশি হওয়ায় অনেকেই বিভিন্ন উৎসব পার্বনে ভিড় করেন এ দুটি জায়গায়।

এবারও ঈদের ছুটিতে ব্যতিক্রম হয়নি এর। তাই তো শিশুদের নানা রকম পশুপাখির সঙ্গে পরিচিত করাতে অনেকেই ছুটে গেছেন চিড়িয়াখানায়।ঈদের দ্বিতীয় দিনের সকাল থেকেই ছিল মানুষের উপচেপড়া ভীড়। সকাল থেকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা ঘুরে দেখা যায় কেবল ঢাকার মানুষই নয়, আশপাশের এলাকা থেকেও এসেছেন দর্শনার্থীরা। রোববার দুপুরে দেখা যায়, দর্শনার্থীদের চাপে চিড়িয়াখানার সামনের আধা কিলোমিটার এলাকাজুড়ে যানজট । ফুটপাত দিয়ে হেঁটে হাজারো মানুষ চিড়িয়াখানার উদ্দেশ্যে যাচ্ছেন। চিড়িয়াখানার মূল ফটকের সামনেও হাজারো মানুষ। মানুষের ঢল সামাল দিতে চিড়িয়াখানার প্রধান ফটকসহ সব কটি ফটক খুলে দেওয়া হয়েছে। চিড়িয়াখানাসংলগ্ন ফুটপাত ও ফাঁকা জায়গায় ভ্রাম্যমাণ দোকানপাটের কারণে মানুষের ভোগান্তি বেশি হচ্ছে। তারপরেও সকল ভোগান্তি মেখে তৃপ্তি নিয়ে বাড়ি ফিরছেন নগরবাসী।
তবে একটি আধুনিক নগরীর বিবেচনায় ঢাকায় উৎসব পার্বণে শিশু কিশোরদের জন্য তথ্য সম্মৃদ্ধ ও জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে এমন সব বিনোদন কেন্দ্রে খরচ কমানোর দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যায়ণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড.তৌহিদুল হক। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধ ও দেশের ঐতিহ্য জানানোর মত কেন্দ্রগুলোকে এসব উৎসব পার্বণে কম খরচে সবার প্রবেশ নিশ্চিত করা জরুরী। নইলে নতুন প্রজন্ম একধরনের অজ্ঞতা নিয়ে বেড়ে উঠবে, যা জাতির জন্য একসময়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে। #
পার্সটুডে/বাদশা রহমান/গাজী আবদুর রশীদ/২৩