অগ্নিনির্বাপণ প্রস্তুতি রেখে ভবন নির্মাণ আইনে কঠোর হচ্ছে সরকার
ঢাকায় ভবন নির্মাণে ফায়ারপ্ল্যানিং প্ল্যান দিতে হবে রাজউকে
মেগা সিটি ঢাকায় দিন দিন বাড়ছে দুর্যোগ আর দুর্বিপাক। বিপদের ঘেরা টোপে সকাল সন্ধ্যায় হয় নগরবাসীর। গ্যাস লিকেজের মত দুরবস্থায় চুল্লির ওপরে বসবাস ইটপাথরের মানুষগুলোর।
সিদ্দিক বাজার, বঙ্গবাজার কিংবা সবশেষ নিউমার্কেটের আগুনের লেলিহান শিখার দগদগে দু:সহ স্মৃতি এখনো কাতর করে অসহায় নরগরবাসীকে।
বেশ কিছু বছর আগের তেজগাঁও নাবিস্কো এলাকার ভবন ধ্বস,কুনিপাড়া বহুতল বিল্ডিং এর দেয়াল ধস কিংবা হালকা মাত্রার ভূমিকম্পে পুরাণ ঢাকার ভবন হেলে পড়ার মত ঘটনারও সাক্ষী এই বাহান্ন বাজার তেপ্পান্ন গলির নগরী।
এতসবের পড়েও যখন ঘটনা তখন তৎপরতায়, সময় গড়ালে ভুলে যাওয়াটা নিত্য অভ্যাসে পরিণত হয়েছে শহুরে মানুষগুলোর।
এমন বাস্তবতায় সাম্প্রতিক আলোচনায় নগর পরিকল্পনায় ভবন নির্মাণ বিধিমালার কঠোরতার বিষয়গুলো সামনে চলে আসে। খানিকটা নড়েচড়ে বসে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)। সংস্থাটির চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেছেন,ভবন নির্মাণের সময় নানা অসঙ্গতির জন্য অগ্নিকাণ্ডের মত ঘটনা ঘটছে। যা প্রতিরোধ এখন থেকে সামগ্রিক প্ল্যানসহ ভবনের ডিজাইন পাস করবে রাজউক। যেখানে এখন থেকে একজন প্রকৌশলী অথবা স্থপতি সুপারভাইজার হিসেবে থাকবেন যিনি ভবনের ডিজাইন পাস করার পর সেটি ঠিকভাবে নির্মাণ করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবেন। সেই সুপারভাইজারের সম্মানী দিবেন ভবন মালিক। এমন সব নতুন বিধি বিধানে নিয়ে আগামী ১ জুন থেকে ভবনের ডিজাইন পাস করতে ফায়ার, প্লাম্বিং ও স্ট্রাকচারাল রিপোর্ট জমা দিতে হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা।
আর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বলছে, ভবন নির্মাণের সময়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আগে করা জরুরি, যে বিষয়ে ভবন মালিকরা খুব উদাসীন বলে জানালেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। #
পার্সটুডে/বাদশা রহমান/আমির/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।