দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান শেখ হাসিনার
-
শেখ হাসিনা
দেশি-বিদেশি ষড়যন্ত্রকারী চক্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকল প্রতিবন্ধকতাকে মোকাবেলা করেই বাংলাদেশ এগিয়ে যাবে।
আজ (রবিবার) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিসিএস কর্মকর্তাদের ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে, যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় জনকল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী,দেশের বিভিন্নস্থানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি ও প্রশাসনিক ভবনসহ পাঁচ প্রকল্পের উদ্বোধন করেন ভার্চুয়ালি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন-অগ্রযাত্রা নিশ্চিতে মেধাবীদেরকে সর্বক্ষেত্রে এগিয়ে আসতে হবে, কাজ করতে হবে জনগণের সেবক হয়ে। বাংলাদেশ বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত হোক এটিই প্রত্যাশা করেন তিনি।
এসময় অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী। বলেন, দেশের প্রতিটি উন্নয়ন যেন টেকসই হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
শেখ হাসিনা বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারী চক্র এবং ৭৫ খুনিদের দোসরেরা এখনও সক্রিয়। তবে, সকল অপশক্তিতে মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাবে এমন আশাব্যক্ত করেন প্রধানমন্ত্রী। পরে কাজের স্বীকৃতি স্বরূপ কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন তিনি।#
পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/৮