আইন মানে না বিএনপি, অভিযোগ তথ্যমন্ত্রীর
নির্বাচন নয় সরকারের পদত্যাগই লক্ষ্য, তত্ত্বাবধায়ক মানলেই সংলাপে রাজি বিএনপি, জানালেন ফখরুল
-
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
তত্ত্বাবধায়ক মানার ঘোষনা দিলেই সংলাপে রাজি বিএনপি। জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, নেতাকর্মীদের দ্রুত সাজা দিতে, আইন মন্ত্রণালয়ে বিশেষ শাখা খোলা হয়েছে।
আজ বুধবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে, সরকার পতনের চলমান একদফা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি, পরবর্তী করণীয় এবং খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, আইনশৃংখলা বাহিনী অত্যন্ত বর্বরভাবে তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গ্রেফতার, নির্বাচনের আগে আবারো সরকারের এককভাবে নির্বাচনে কর্তৃত্ব ও প্রভাব বিস্তারের লক্ষণ প্রকাশ করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এ ছাড়া্ জামিন পাওয়া নেতাদের জেল গেট থেকে আটক করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এসময় খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার দাবি্ও জানান তিনি। ফখরুল বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া অন্য কোন বিষয়ে আলোচনা হবেনা।
এদিকে, আজ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, বিএনপি কোনো আইন-আদালত মানে না। আইনের প্রতি বিএনপির কোন শ্রদ্ধাবোধ নেই। তারা কোনো নিয়মনীতি মানে না। বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে গ্রেপ্তার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ওয়ারেন্টভুক্ত আসামী হলে, যে কাউকেই গ্রেফতার করবে পুলিশ।#
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।