নির্বাচনমুখী রাজনীতিতে নানা দলে যোগদান এবং ভাঙনের দেনদরবার
https://parstoday.ir/bn/news/bangladesh-i130504-নির্বাচনমুখী_রাজনীতিতে_নানা_দলে_যোগদান_এবং_ভাঙনের_দেনদরবার
নির্বাচনমুখি নানা আলোচনায় বাংলাদেশের রাজনীতির গতিপথ বিভিন্ন ধারায় এগুচ্ছে। চলছে নানা মেরুকরণ। এরমধ্যে তৃনমূল বিএনপির অবস্থান ও কারা যুক্ত হচ্ছেন সেখানে সেদিকে নজর বেশি রাজনীতি পর্যবেক্ষক ও বিশ্লেষকদের।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ০৮, ২০২৩ ১৮:০২ Asia/Dhaka

নির্বাচনমুখি নানা আলোচনায় বাংলাদেশের রাজনীতির গতিপথ বিভিন্ন ধারায় এগুচ্ছে। চলছে নানা মেরুকরণ। এরমধ্যে তৃনমূল বিএনপির অবস্থান ও কারা যুক্ত হচ্ছেন সেখানে সেদিকে নজর বেশি রাজনীতি পর্যবেক্ষক ও বিশ্লেষকদের।

আজ বুধবার  রাজধানীর জাতীয় প্রেসক্লাবে তৃনমূল বিএনপিতে যোগদেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকডজন নেতাকর্মী। অনুষ্ঠানে দলটির চেয়ারপার্সন শমসের মুবিন চৌধুরী বলেন, নির্বাচনের জন্য ৩শ’ আসনেই প্রার্থী দিবে তারা।সাধারণ মানুষ যাতে তাদের অধিকার নিয়ে বাঁচতে পারে সেই বার্তা নিয়েও মাঠে নামছে দলটি,এমনটা জানান দলের চেয়ারপার্সন শমশের মুবিন চৌধুরী। এদিকে,দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন, দলের পরিচয় দেখে নয়, নাশকতার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। কারন, জ্বালাও-পোড়াও আর লগি বৈঠার রাজনীতি চায় না তৃনমূল বিএনপি।

এদিকে নির্বাচন যত কাছাকাছি ততই বিভিন্ন দলের ভাঙন ও নতুন জোট গঠন নিয়ে চলছে নানা সংশয় ও আলোচনা। এমন ঘটনায় সামন্প্রতিক রাজনীতিতে খুব আলোচিত নাম বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর  হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহের মধ্যস্থতায় দেশের আগামী নির্বাচন হলে সেটা ভালো হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আওয়ামী লীগ-বিএনপির সংলাপ জরুরি বলেও মন্তব্য করেন তিনি। আজ বুধবার সকালে তার বনানীর বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মেজর (অব.) হাফিজ।নিজের অসুস্থতার তথ্য তুলে ধরে তিনি দাবি করেন, রাজনীতিতে শেষ সময় পর্যন্ত বিএনপিতেই থাকবেন। আর বিএনপি নির্বাচনে আসলে সেখান থেকেই নির্বাচনে অংশ নিবেন তিনি। এদিকে, বিএনপি জামাতের একদফা দাবী চলছে তৃতীয় দফার ২ দিনের অবরোধ। এমন পরিস্থিতিতেও দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার উপযুক্ত পরিবেশ রয়েছে বলে জানালেন  নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। বুধবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ইসি সচিব আরো জানান, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে কমিশন ‘বদ্ধপরিকর’। #

পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।