ভুলনীতির কারণে বিভক্তি বাড়ছে বিএনপির,মন্তব্য ওবায়দুল কাদেরের
https://parstoday.ir/bn/news/bangladesh-i131570-ভুলনীতির_কারণে_বিভক্তি_বাড়ছে_বিএনপির_মন্তব্য_ওবায়দুল_কাদেরের
বিএনপির ভুল নীতির কারণেই দলটির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। কাদের বলেন, মানুষ এখন নির্বাচনমুখী, তাই অপরাজনীতি করে কোন লাভ নেই।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০২, ২০২৩ ১৮:৪৮ Asia/Dhaka
  • আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপির ভুল নীতির কারণেই দলটির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। কাদের বলেন, মানুষ এখন নির্বাচনমুখী, তাই অপরাজনীতি করে কোন লাভ নেই।

আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন,বিএনপির নেতৃত্বের প্রতি দলটির নেতারা হতাশ এবং আস্থা হারিয়ে ফেলেছেন। এজন্যই বিএনপি আজকে নিজেরাই বিভক্ত। আর তাদের আন্দোলন ভুলের চোরাবালিতে আটকে গেছে। যারা নির্বাচনে বিরুদ্ধে অপরাজনীতি ও আগুনসন্ত্রাস করছে, দেশের মানুষ তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা। ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, বিএনপির নেতৃত্বে কি এতই দেউলিয়া যে ব্ল্যাকমেইল করলেই চলে আসবে? এতদিন রাজনীতি করল, তাদের রাজনৈতিক পরীক্ষায় তারা এতই ব্যর্থ যে কারো ব্ল্যাকমেইলিংয়ে প্রলুব্ধ হয়ে অন্য দলে যাবে? এসময়ে তিনি বলেন, জনগণ এখন নির্বাচনমুখী। নির্বাচন নিয়ে কমিশন যে সিদ্ধান্ত নেবে তার প্রতি আওয়ামী লীগের আস্থা রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। #

পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।