নির্বাচন বিরোধীদের বর্জন করেছে জনগণ- কাদের; জনগণ নির্বাচন বর্জন করেছে- বিএনপি
(last modified Sun, 07 Jan 2024 12:15:14 GMT )
জানুয়ারি ০৭, ২০২৪ ১৮:১৫ Asia/Dhaka
  • নির্বাচন বিরোধীদের বর্জন করেছে জনগণ- কাদের; জনগণ নির্বাচন বর্জন করেছে- বিএনপি

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। আজ রোববার সকাল ৮টা থেকে দেশজুড়ে ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ চলাকালে যশোর, লালমনিরহাট, বগুড়া, রাজধানীর হাজারীবাগসহ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম, জামালপুর, ফরিদপুরসহ আরও কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন।

ভোট সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোট বর্জনকারীদের ভোটাররা বর্জন করেছে। রোববার সকালে নোয়াখালীর বসুরহাট পৌরসভার এক নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের উদয়ন প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।

ভোট দেওয়ার পর ওবায়দুল কাদের দাবি করে বলেন, উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এটাই প্রমাণ করে বিএনপি এবং তাদের সমমনারা আন্দোলনে পরাজিত হয়েছে। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, সরকারের এই নির্বাচন যে সাজানো ও গোছানো  তা দেশের মানুষ বুঝতে পেরেছে। তাই জনগণ ভোট বর্জন করেছে। রোববার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এ কথা বলেন তিনি।

আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে।

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ডাকা হরতালের সমর্থনে সকালে রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মিছিল শেষে তিনি এসব কথা বলেন। রিজভী দাবি করেন, একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই। এ নির্বাচনে জনগণ যায়নি। গতকাল আওয়ামী লীগ নেতাকর্মীরা গভীর রাতে সিল মেরে রেখেছে দাবি করে রিজভী বলেন,তারা অবৈধভাবে ক্ষমতায় আছে।

এদিকে, ঢাকায় চলমান ভোটের পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছে একদল বিদেশি পর্যবেক্ষক। তারা বলছেন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

রোববার সকালে রাজধানীর দারুস সালাম বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ভোট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভোটের পরিস্থিতি এভাবে মূল্যায়ন করেন ডেপুটি হেড অব মিশন ইউএস এসটিও টেরি এল. ইসলে। তিনি বলেন, ভোটের পরিবেশ ভালো। তবে ভোটার উপস্থিতি ছিল কম।

ভোট কেন্দ্রে উপস্থিতি কম থাকার বিষয়ে ব্যাখ্যা তুলে ধরে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কম ছিল। যদিও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়েছে। আর  ঢাকার ভোটাররা ছুটি পেয়ে অনেকেই গ্রামে গেছে, অনেকেই ঘুরতে গেছেন, তাই ঢাকার ভোটার উপস্থিতি কম বলে ব্যাখ্যা তুলে ধরে দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া। রোববার দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে প্রতিক্রিয়া জানিয়ে এসব কথা তিনি। #

পার্সটুডে/বাদশাহ রহমান/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।