ইরান-ইরাকে ভূমিকম্প: ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি খালেদা জিয়ার শোক ও সমবেদনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i48397-ইরান_ইরাকে_ভূমিকম্প_ক্ষতিগ্রস্ত_মানুষের_প্রতি_খালেদা_জিয়ার_শোক_ও_সমবেদনা
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইরাকের সীমান্তবর্তী এলাকায় সংঘটিত ভূমিকম্পে বিপুল প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ১৩, ২০১৭ ২৩:৩৪ Asia/Dhaka
  • বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইরাকের সীমান্তবর্তী এলাকায় সংঘটিত ভূমিকম্পে বিপুল প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

রোববার রাতে ইরানের উত্তরাঞ্চলের কেরমানশাহ প্রদেশের ইরাক সীমান্ত এলাকায় ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৫০ জন মানুষ নিহত হয়েছেন যাদের মধ্যে ৪৪৫ জনই ইরানি।

আজ (সোমবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ‘ইরাক ও ইরানের সীমান্তবর্তী এলাকায় প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া মানুষদের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাভিভূত। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত ইরাক ও ইরানবাসীর সঙ্গে সংহতি ও সহানুভূতি প্রকাশ করছি। তাদের এই বিপদের সময়ে বাংলাদেশের মানুষও তাদের পাশে থাকবে। আমি মহান রাব্বুল আলামীনের নিকট প্রার্থনা করছি তিনি যেন ক্ষতিগ্রস্ত ইরাক ও ইরানবাসীকে এই বিশাল শোক ও কষ্ট সইবার ক্ষমতা দান করেন। প্রলয়ংকারী ভূমিকম্পে বিপর্যস্ত সংশ্লিষ্ট এলাকার মানুষ এই ধ্বংসাবশেষ থেকে আবারও নতুন উদ্যমে জীবনপ্রবাহ সচল করতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

উদ্বার তৎপরতা চালাচ্ছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীরা

খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ইরাক ও ইরানের সীমান্তবর্তী মানুষের প্রতি এই দুঃসময়ে জানাচ্ছে গভীর সহানুভুতি। আমি ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষদের আশু সুস্থতা কামনা করছি। হতাহতদের উদ্ধার ও সহযোগিতার জন্য আমি বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

চলছে উদ্ধার অভিযান

অপর এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইরাক ও ইরানের সীমান্তবর্তী এলাকায় প্রলয়ংকারী ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এ রকম প্রাকৃতিক মহাদুর্যোগ ও মানুষের হৃদয়বিদারক মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই।’ তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সংশ্লিষ্ট অঞ্চলের ভূমিকম্প কবলিত মানুষ স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠে নব উদ্যমে আবারও সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে।’

আহত এক ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি, ইরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মাইকেল ক্লর-বার্চটোল্ড, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ ইরানের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা জানিয়েছেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩