সাবেক প্রধান বিচারপতি সিনহার বিরুদ্ধে দুর্নীতির মামলায় অভিযোগ গঠন
https://parstoday.ir/bn/news/bangladesh-i82230-সাবেক_প্রধান_বিচারপতি_সিনহার_বিরুদ্ধে_দুর্নীতির_মামলায়_অভিযোগ_গঠন
বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে দুর্নীতির এটি মামলায় অভিযোগ গঠন করেছে ঢাকার একটি বিশেষ জজ আদালত।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ১৩, ২০২০ ১৬:৪৩ Asia/Dhaka
  • সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা
    সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে দুর্নীতির এটি মামলায় অভিযোগ গঠন করেছে ঢাকার একটি বিশেষ জজ আদালত।

বেসরকারী ফারমার্স ব্যাংক (বর্তমান নাম  পদ্মা ব্যাংক)থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দেশের দুর্নীতি দমন কমিশন গত বছর ১০ জুলাই এ মামলাটি দায়ের করে।

এ মামলায় আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম  অভিযুক্ত এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে  চার্জ গঠন করেন। এর মধ্য দিয়েই শুরু হলো মামলাটির আনুষ্ঠানিক বিচার কাজ। আগামী ১৮ আগস্ট এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর তারিখ ঠিক করে দেন আদালত।

এর আগে চলতি বছরের ৫ জানুয়ারি অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বর্তমানে বিচারপতি সিনহা কানাডায় অবস্থান করছেন। আজ আদালতে তাকে পলাতক দেখানো হয়েছে।

প্রসঙ্গত, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং বিচারিক বিষয়ে কিছু পর্যবেক্ষণের কারণে ক্ষমতাসীনদের তোপের মুখে পড়ে ২০১৭ সালের অক্টোবরের শুরুতে ছুটিতে যান তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র সিনহা। তারপর চিকিৎসার কথা বলে তিনি বিদেশ চলে যান।পরে বিদেশে অবস্থানকালে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

এসকে সিনহার বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় অন্য আসামিরা হলেন ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীম, ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সাবেক ক্রেডিট প্রধান গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক মো. জিয়া উদ্দিন আহমেদ, গুলশান শাখার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট লুৎফুল হক, এস কে সিনহার কথিত পিএস রণজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী এবং  মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা নামের অন্য দু’জন।

এদের মধ্যে ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক একেএম শামীম ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সাবেক ক্রেডিট প্রধান গাজী সালাহউদ্দিন আত্মসমর্পণ করে জামিনে আছেন। আজ শুনানিকালে তারা হাজির হন। আর ফারমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী)অন্য এক মামলায়  কারাগারে রয়েছেন। এ ছাড়া এসকে সিনহাসহ অপর আসামিরা পলাতক রয়েছেন বলে আদালতে জানানো হয়েছে।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।