শিশু নির্যাতন রোধে সরকার সচেষ্ট, নির্যাতনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রী
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, শিশু নির্যাতন রোধে সরকার সচেষ্ট। সেই সাথে এমন ঘটনায়, যেন দ্রুত ব্যবস্থা নেয়া যায়, সেদিকেও সরকার সজাগ।
শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে আজ সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী করোনাকালে শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকে বাড়তি মনোযোগ দেয়ারও আহ্বান জানান। 'শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে' প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও পালিত হচ্ছে 'বিশ্ব শিশু দিবস'। একই সাথে পালিত হচ্ছে শিশু অধিকার সপ্তাহ।
এ উপলক্ষ্যে মুজিববর্ষে প্রকাশিত বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক ২৫টি বই, শিশু গ্রন্থমালা, শিশুদের নির্বাচিত আঁকা ছবি নিয়ে 'আমরা এঁকেছি ১শ মুজিব' এবং নির্বাচিত লেখা নিয়ে 'আমরা লিখেছি ১শ মুজিব' বইয়ের মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা। ।
এ সময় সরকার প্রধান বলেন, আজকের শিশু আগামী দিনের কাণ্ডারি। তাই তাদের বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে। তাঁর পিতার প্রদর্শিত পথে শিশুদের কল্যাণে আওয়ামীলিগ সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা জানান শেখ হাসিনা।
তিনি আরো বলেন, শিশুদের জন্য ব্যাপকভাবে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের ফলে নির্মূল হয়েছে পোলিও; কমেছে পানিবাহিত রোগ।
করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে শিশুদের নানামুখী সমস্যা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা স্কুল খুলতে পারছি না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। এটা বাচ্চাদের জন্য সত্যি খুব কষ্টের। কারণ ঘরের মধ্যে বসে থাকা, কোন কিছু করা বা আর কি করবে তারা? তবে যৌথ পরিবারেরর শিশুদের খবু একটা কষ্ট হয় না। তাদের কথা বলার একটা সুন্দর পরিবেশ থাকে, কথা বলার একটা সুযোগ পায়। কিন্তু যেখানে একা পরিবার, একা শিশু বা মাত্র এক ভাই বা দুইভাই বোন, এরকম ছোট্ট পরিবার তাদের জন্য সত্যি খুব কষ্টকর।’
এজন্য অভিভাবকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “এই করোনাভাইরাস যেহেতু স্কুলে যেতে পারছে না তাই বাচ্চাদের অন্তত কাছাকাছি কোনো পার্কে, বা কোথাও আপনাদের বাচ্চাদের দিনে এক ঘণ্টার জন্য হলেও তাদের একটু নিয়ে যাবেন। স্বাস্থ্য সুরক্ষা মেনেই চলতে হবে। কিন্তু সাথে সাথে বাচ্চাদের একটু খেলাধুলার ব্যবস্থা করা বা তাদের একটু খোলা বাতাস, খোলা রোদে খেলতে দেওয়া, এটা এই করোনাভাইরাস প্রতিরোধের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি।’
পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।