বাংলাদেশে সন্ত্রাসীদের উৎপাত: পাহাড়ে খুন, সমতলে খুন, অজ্ঞাত লাশ উদ্ধার
https://parstoday.ir/bn/news/bangladesh-i84552-বাংলাদেশে_সন্ত্রাসীদের_উৎপাত_পাহাড়ে_খুন_সমতলে_খুন_অজ্ঞাত_লাশ_উদ্ধার
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই সমর্থককে বাড়ী থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুভাষ তঞ্চঙ্গ্যা (৪৫) ও ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩২)। নিহতরা জেএসএস'র সমর্থক বলে এলাকাবাসী জানিয়েছে। প্রতিপক্ষরা এ হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১১, ২০২০ ১৫:৪৪ Asia/Dhaka

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই সমর্থককে বাড়ী থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুভাষ তঞ্চঙ্গ্যা (৪৫) ও ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩২)। নিহতরা জেএসএস'র সমর্থক বলে এলাকাবাসী জানিয়েছে। প্রতিপক্ষরা এ হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কাপ্তাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা ও সুভাষ তঞ্চঙ্গ্যার বাড়িতে গিয়ে তাদের ঘুম থেকে ডেকে তোলে। পরে দুজনকেই গুলি করে পালিয়ে যায়।  ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি হাসপাতালে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কুমিল্লায় যুবলীগ কর্মী হত্যা

কুমিল্লায় জিল্লুর রহমান (৫২) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৭টার দিকে জেলা সদরের অদুরে চৌয়ারা সংলগ্ন ধনপুর ফোনকা ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে আসা ১০/১৫ জন জিল্লুরকে কুপিয়ে চলে যায়। এ সময় তার স্ত্রী সঙ্গে ছিলেন। তার স্ত্রী তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর জিল্লুরের মৃত্যু হয়।

নিহতের পরিবারের দাবি, জিল্লুর ২০১৬ সালে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। এরপর থেকে তাকে খুন করার চেষ্টা চলে।

ড্রামে মিললো থেতলানো লাস

ওদিকে,  চাঁদপুরের শাহরাস্তিতে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত এগারোটায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর গ্রামের নির্জন সড়কের পাশ থেকে পরিত্যাক্ত ড্রামের ভেতর থেকে এই লাশটি উদ্ধার করা হয়।

যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং শরীরের বিভিন্নস্থানে মারাত্মক জখমের চিহ্ন দেখা যায়। এতে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও নির্মমভাবে হত্যা করে ওই যুবকের লাশ এখানে ফেলে চলে যায়।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে  জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান জানান, যারা বা যে চক্র এই হত্যাকাণ্ডে জড়িত তারা খুব ঠান্ডা মাথায় যুবকের মৃত্যু নিশ্চিত করেছে এবং মৃতের হাতের আঙুলগুলো থেতলে দিয়েছে। যাতে আঙুলের ছাপ নিয়ে পরিচয় নিশ্চিত করা না যায়।

রাতেই শাহরাস্তি থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে শাহরাস্তি থানার উপপরিদর্শক আব্দুল আউয়াল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

এর আগে ময়মনসিংহের গৌরীপুরে ব্রিফকেসবন্দী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের গঙ্গাশ্রমের এক কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। পুলিশ গিয়ে ব্রিফকেস উদ্ধার করে দেখতে পায় ভেতরে আনুমানিক ৩৫ বছর বয়সী হাড্ডিসার এক নারীর দেহ। পানির মধ্যে যেন লাশটি ডুবে থাকে সেজন্য ভেতরে পাঁচটি ইট ভরে দেওয়া হয়েছিল বলে জানায় পুলিশ।

নিখোঁজের পাঁচ দিন পর লাশ উদ্ধার

এ ছাড়া, আজ বুধবার সকালে জয়পুরহাটের আক্কেলপুরের এক ডোবা থেকে উদ্ধার করা হয়েছে এক  কিশোরের বস্তাবন্দী অর্ধগলিত লাশ

নাজমুল হোসেন (১৪) নামে নিহত ওই কিশোরের বাড়ি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার খাদাইল গ্রামে। গত ৬ নভেম্বর থেকে নিখোঁজ ছিল নাজমুল।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজের পরদিন  ৭ নভেম্বর একটি  মোবাইল নম্বর থেকে ফোন করে নাজমুলের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। নাজমুলের পরিবার ওই টাকা দিতে রাজিও হয়েছিল। এ ব্যাপারে থানায় মামলা হবার পর আজ সকালে তার বস্তাবন্দী লাশ পাওয়া যায়।# 

পার্সটুডে/আবদুর রহমান খান/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।