আহমদ শফীকে হত্যার অভিযোগে হেফাজতের ৩৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
https://parstoday.ir/bn/news/bangladesh-i85391-আহমদ_শফীকে_হত্যার_অভিযোগে_হেফাজতের_৩৬_নেতা_কর্মীর_বিরুদ্ধে_মামলা
বাংলাদেশের প্রবীণ আলেম এবং হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা আহমদ শফীকে হত্যার অভিযোগে সংগঠনটির নতুন যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ১৭, ২০২০ ১৬:২৪ Asia/Dhaka
  • হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা আহমদ শফী
    হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা আহমদ শফী

বাংলাদেশের প্রবীণ আলেম এবং হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা আহমদ শফীকে হত্যার অভিযোগে সংগঠনটির নতুন যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের শিবলী কুমার দে'র আদালতে মামলা করা হয়। পিবিআইকে মামলাটির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের আঞ্জুমানে মুহিব্বিনে শাহ আহমদ শফি সংগঠনের উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় নেতারা  অভিযোগ করেছেন, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা।

এসময় বক্তারা বলেন, আল্লামা আহমদ শফিকে ঘাতকরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। তাকে ৬ ঘণ্টা খাবার না দিয়ে জোরপূর্বক তার অক্সিজেন খুলে ফেলা হয়েছিল। তাকে ওষুধ সেবন করতে দেওয়া হয়নি। বিভিন্ন হুমকি দিয়ে তাকে বাকরুদ্ধ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে  আল্লামা মুফতি ফয়জুল্লাহ হেফাজতের বর্তমান কমিটি ভেঙে দিয়ে ত্যাগী ও নির্লোভদেরকে নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি ফয়জুল্লাহ। প্রধান বক্তা ছিলেন আল্লামা শাহ আহমদ শফির সন্তান মাওলানা আনাছ মাদানী।

বক্তব্য দেন হেফাজত ইসলামের নেতা মাওলানা সলিমুল্লাহ, মাওলানা মঈনুদ্দিন রুহী, মাওলানা ইয়াছিন হাবিব, মাওলানা নুরুল আলম নছিরী, মাওলানা নুরুল ইসলাম জদীদ, মাওলানা শামসুদ্দিন আফতাব, মাওলানা আমির উদ্দিন, মাওলানা শামসুল হক, মাওলানা সরওয়ার আলম, মাওলানা আলমগীর, মাওলানা ওসমান কাছেমী, মাওলানা আমিন শরীফ, মাওলানা নুরুল হক সুজিস, মাওলানা আব্দুর রহমান, মাওলানা ছালাহ উদ্দীন, মাওলানা নুরুল আজিম। #

পার্সটুডে/ আব্দুর রহমান খান  বাবুল আখতার/ ১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।