২৪ ঘণ্টায় করোনায় আরো ১২ জনের মৃত্যু, শনাক্ত ১০১৪
https://parstoday.ir/bn/news/bangladesh-i88608-২৪_ঘণ্টায়_করোনায়_আরো_১২_জনের_মৃত্যু_শনাক্ত_১০১৪
বাংলাদেশে করোনা সংক্রমণের উর্ধ্বমুখি প্রবণতার মাঝে গত ২৪ ঘণ্টায় আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৫২৭জনে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মার্চ ১৩, ২০২১ ১৭:৫৩ Asia/Dhaka
  • ২৪ ঘণ্টায় করোনায় আরো ১২ জনের মৃত্যু, শনাক্ত ১০১৪

বাংলাদেশে করোনা সংক্রমণের উর্ধ্বমুখি প্রবণতার মাঝে গত ২৪ ঘণ্টায় আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৫২৭জনে।

এসময় নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১০১৪ জন। মোট শনাক্ত ৫ লাখ ৫৬ হাজার ২৩৬ জনে দাঁড়িয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৭৯টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪২ লাখ  ৪৮হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক  ২৬ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।এ ছাড়া , গত ২৪ ঘণ্টায়  ১১৩৮জন এবং এখন পর্যন্ত ৫ লাখ  ১০ হাজার ৩১০ জন সুস্থ হয়ে উঠেছেন। 

বাংলাদেশে গত বছর (২০২০) ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার এক বছর পর গত ৭ মার্চ শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৫ লাখ ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত। এরপর গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।  গত কয়েকমাস সংক্রমনের  তীব্রতা কম থাকলেও সম্প্রতি তা আবার উর্ধ মুখি হয়ে উঠেছে।#

পার্সটুডে/আব্দুুর রহমান খান/বাবুল আখতার/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।