রেডিও তেহরানের সঙ্গে রাষ্ট্রদূত গওসোল আযম সরকার
https://parstoday.ir/bn/news/bangladesh-i88786-রেডিও_তেহরানের_সঙ্গে_রাষ্ট্রদূত_গওসোল_আযম_সরকার
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এবার উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ১৭, ২০২১ ১৬:০০ Asia/Dhaka

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এবার উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী।

এই দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসেবেও উদযাপিত হচ্ছে। এবারের জাতীয় শিশু দিবসের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন’।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে রেডিও তেহরানের সঙ্গে কথা বলেছেন তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এএফএম গওসোল আযম সরকার। তাঁর সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন নাসির মাহমুদ।#

পার্সটুডে/মো. আবুসাঈদ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।