বাংলাদেশে করোনায় আরও ৯৮ জনের মৃত্যু: ভ্যাকসিন সরবরাহ বন্ধ রেখেছে ভারত
https://parstoday.ir/bn/news/bangladesh-i90514
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ হাজার ৭৮১ জনের মৃত্যু হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ২২, ২০২১ ১৮:৩৬ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় আরও ৯৮ জনের মৃত্যু: ভ্যাকসিন সরবরাহ বন্ধ রেখেছে ভারত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ হাজার ৭৮১ জনের মৃত্যু হয়েছে।

আজ (বৃহস্পতিবার) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জনে। তাদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৬ লাখ ৪২ হাজার ৪৪৯ জন।

গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৪২৯ জনের। আর নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৬৩ শতাংশ।

এদিকে চুক্তি অনুযায়ী ভারত থেকে করোনা ভ্যাকসিন পাওয়া নিয়ে অনিশ্চয়তার মাঝে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আজ জানিয়েছেন, আমাদের সীমিত উৎপাদনের মধ্যেও বাংলাদেশকে টিকা দেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করছি। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভারতের আগরতলা থেকে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউ খুব বড়। ভারতে বর্তমান অবস্থা খুব খারাপ।

বুধবার পর্যন্ত দুই ধাপে মাত্র ৭০ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ

ওদিকে, ভারতের ভ্যাক্সিন প্রস্তুতকারী প্রতিস্থাষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনাওয়ালা বুধবার ভারতীয় টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী জুন-জুলাইয়ের আগে করোনার টিকা রপ্তানির বিষয়ে ‘কোনো নিশ্চয়তা নেই’।  

আদর পুনাওয়ালা বলেছেন, ভারতের বর্তমান করোনা পরিস্থিতিতে মাস দু-একের মতো আমাদের টিকা রপ্তানির দিকে নজর দেওয়া ঠিক হবে না। আশা করি জুন-জুলাই থেকে আবারও রপ্তানি শুরু করতে পারব। এই মুহূর্তে আমরা দেশের চাহিদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।

উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর বাংলাদেশ সরকার স্থানীয় এজেন্ট বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি তিন কোটি ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন কেনার চুক্তি করে। চুক্তি অনুযায়ী, বাংলাদেশকে প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়ার কথা। কিন্তু, বুধবার পর্যন্ত দুই ধাপে মাত্র ৭০ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। আর ভারত সরকার উপহার হিসেবে দিয়েছে আরও ৩২ লাখ ডোজ ভ্যাকসিন।

সম্প্রতি ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হলে সেখানে ভ্যাকসিন সংকট দেখা দেয়। ফলে ভারত সরকার আগে দেশের চাহিদা মেটানোর জন্য ভ্যাকসিন রপ্তানি বন্ধ রেখেছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।