পরীক্ষার্থীদের নিয়ে যত পরীক্ষা: মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট বিতরণ স্থগিত
নভেল করোনাভাইরাসের ঊর্ধ্বগতি রোধে সরকারঘোষিত চলমান কঠোর বিধিনিষেধের কারণে ষষ্ঠ থেকে নবম শ্রেণি এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আজ রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জানিয়েছেন চলমান অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
এর আগে চলমান কঠোর বিধিনিষেধের কারণ উল্লেখ করে গতকাল শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এক অফিস আদেশ বলে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করে দেয়। এদিকে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত করা হলেও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে ঈদুল আজহার আগে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পরীক্ষার্থীদের মাঝে বণ্টন করে দেয়া হয়েছে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষার্থীদের ৬০ দিন ও এইচএসসি পরীক্ষার্থীদের ৮৪ দিন ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়ার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরীক্ষা আয়োজন করা নিয়ে সংশয় দেখা দেয়। এ অবস্থায় এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের বিকল্প মূল্যায়নের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গত ১৫ জুলাই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে চলতি বছরের এসএসসি-এইচএসসি বা সমমান পরীক্ষার সম্ভাব্য একটি সময়সূচিও ঘোষণা করেন। আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার চিন্তা করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে ব্যাখ্যা করে জানানো হয়, বর্তমান অতিমারি পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের আবশ্যিক ও চতুর্থ বিষয়ের বাদ দিয়ে গ্রুপভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ের ওপর অ্যাসাইনমেন্টের মাধ্যমে ফলাফল মূল্যায়ন করা হবে। এদিকে, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী দিপু মনিকে নিয়ে কৌতুক গান এবং কৌতুক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/ বাবুল আখতার/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।