নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি’র টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চমক
https://parstoday.ir/bn/news/bangladesh-i96778-নিউজিল্যান্ডকে_হারিয়ে_আইসিসি’র_টি_টোয়েন্টি_র_্যাঙ্কিংয়ে_বাংলাদেশের_চমক
৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে লজ্জাজনক হার উপহার দিয়ে র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। টাইগাররা র‍্যাঙ্কিয়ে পেছনে ফেলেছে আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজকে। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে মাহমুদুল্লাহ রিয়াদের দল এখন সপ্তম স্থানে অবস্থান করছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০২১ ১৪:৫৫ Asia/Dhaka
  • নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি’র টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চমক

৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে লজ্জাজনক হার উপহার দিয়ে র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। টাইগাররা র‍্যাঙ্কিয়ে পেছনে ফেলেছে আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজকে। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে মাহমুদুল্লাহ রিয়াদের দল এখন সপ্তম স্থানে অবস্থান করছে।

আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি শুরুর আগে ২৩৪ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ের দশ নম্বরে ছিল বাংলাদেশ। কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের পর ৪টি রেটিং পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। টাইগারদের (২৩৮) চেয়ে ২ রেটিং পয়েন্ট বেশি নিয়ে অস্ট্রেলিয়ার (২৪০) অবস্থান ছয়ে। ২ পয়েন্ট কম নিয়ে অষ্টম স্থানে আফগানিস্তান(২৩৬)।

অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারালেও টি- টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি হয়নি। তবে অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডকেও ৪-১ ব্যবধানে হারাতে পারলে ২৪৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আসবে বাংলাদেশ। ৩-২ ব্যবধানে সিরিজ জিতলেও ছয়ে উঠবে স্বাগতিকরা। রেটিং পয়েন্ট হবে ২৪১। এছাড়া হোয়াইটওয়াশ করতে পারলে র‌্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে পৌঁছাবে বাংলাদেশ।

সিরিজ শুরুর আগে ২৬৩ রেটিং নিয়ে তিন নম্বরে ছিল নিউজিল্যান্ড। বাংলাদেশ যদি ৫-০ ব্যবধানে জিততে পারে, তাহলে রেটিং বাড়বে ১৪ এবং ২৪৮ রেটিং নিয়ে তারা উঠে যাবে পাঁচ নম্বরে। এর ফলে কিউইদের রেটিং কমবে ১৩ এবং তারা নেমে যাবে চার নম্বরে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।