ব্যাটসম্যানদের ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে ৫২ রানের বিশাল হার বাংলাদেশের
https://parstoday.ir/bn/news/bangladesh-i96966-ব্যাটসম্যানদের_ব্যর্থতায়_নিউজিল্যান্ডের_কাছে_৫২_রানের_বিশাল_হার_বাংলাদেশের
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৫২ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে ফিরেছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২৮ রান করে তারা। জবাবে ২ বল বাকি থাকতে ৭৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এর মধ্য দিয়ে সিরিজে ব্যবধান কমিয়ে ২-১ করল কিউইরা।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০২১ ২০:৩১ Asia/Dhaka
  • ব্যাটসম্যানদের ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে ৫২ রানের বিশাল হার বাংলাদেশের

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৫২ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে ফিরেছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২৮ রান করে তারা। জবাবে ২ বল বাকি থাকতে ৭৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এর মধ্য দিয়ে সিরিজে ব্যবধান কমিয়ে ২-১ করল কিউইরা।

আজ (রোববার) মিরপুরে নিউজিল্যান্ডের দেওয়া ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরুর ইঙ্গিত দেন টাইগার ব্যাটসম্যানরা। কিন্তু দলীয় ২৩ রানের মাথায় ব্যক্তিগত ১৫ রান করে আউট হয়ে যান ওপেনার লিটন দাস। কোল ম্যাকনকির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।

ওয়ানডাউনে নেমে মেহেদী হাসানও টিকতে পারেননি। মাত্র ১ রান করেই এজাজ প্যাটেলের বলে হেনরি নিকোলসের হাতে ক্যাচ তুলে দেন। এরপর সাকিব নেমে প্রথম বলেই দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দেন। তিনিও প্যাটেলের শিকার। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে মাত্র ৭৬ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।

নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন এজাজ প্যাটেল। ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি। এছাড়া কোল ম্যাকনকি ৩টি এবং একটি করে উইকেট নেন রচিন রবীন্দ্র, স্কট কুগেলেইন ও কলিন ডি গ্র্যান্ডহোম।

এর আগে নিজেদের ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটাও ছিল কিছুটা আগ্রাসী। কিন্তু দলীয় ১৬ রানে ফিন অ্যালেন আউট হয়ে গেলে দেখে শুনেই ব্যাট করতে থাকে তারা। দ্বিতীয় উইকেটে জুটিতে উইল ইয়াংকে নিয়ে ৩০ রানের জুটিতে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন রবীন্দ্র। যদিও এ জুটি ভাঙতে ১৬ রানের ব্যবধানে ৪টি উইকেট হারায় তারা। সেখান থেকে দলকে উদ্ধারকে করেন হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। গড়েন অবিচ্ছিন্ন ৬৬ রানের দারুণ এক জুটি। চলতি সিরিজে নিজেদের সর্বোচ্চ জুটিতে ভর করেই লড়াকু সংগ্রহ তুলে নেয় দলটি। বাংলাদেশ পায় চ্যালেঞ্জিং লক্ষ্য।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করে অপরাজিত থাকেন নিকোলস। ২৯ বলে ৩টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ৩০ বলে ৩টি চারের সাহায্যে অপরাজিত ৩০ রানের দারুণ ইনিংস খেলেন ব্লান্ডেল। এছাড়া রবীন্দ্র ও ইয়াং দুইজনই ২০ বলে ২০ রান করে করেন। বাংলাদেশের পক্ষে ২৮ রানের খরচায় ২টি উইকেট পেয়েছেন সাইফউদ্দিন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।