বাংলাদেশে ১১ ঘণ্টা পর সচল মোবাইল ইন্টারনেট সেবা
(last modified Fri, 15 Oct 2021 11:32:05 GMT )
অক্টোবর ১৫, ২০২১ ১৭:৩২ Asia/Dhaka
  • বাংলাদেশে ১১ ঘণ্টা পর সচল মোবাইল ইন্টারনেট সেবা

বাংলাদেশে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ফের সচল হতে শুরু করেছে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট। আজ (শুক্রবার) বিকেল ৪টার পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার অনেক ব্যবহারকারী তাদের মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সচল হওয়ার কথা জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রি. জে. এহসানুল করিম।

কুমিল্লায় পূজামণ্ডপে কুরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা, বিক্ষোভ এবং চাঁদপুরে পুলিশের সাথে সংঘর্ষে চারজন নিহত হওয়ার প্রেক্ষাপটে শুক্রবার ভোর ৫টা থেকে থেকে সারা দেশে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার বিজয়া দশমীর দিন সকাল থেকে সারা দেশেই একই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোবাইল ফোন অপারেটদের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।

তারা বলছেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশনা পেয়েই শুক্রবার ভোর ৫টা থেকে তারা থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ রেখেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সেবা বন্ধ রাখতে বলেছে বিটিআরসি।

এ বিষয়ে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র জানিয়েছিলেন, ‘ইন্টারনেটের যে সমস্যাটা দেখা দিচ্ছে, এটা কারিগরি ত্রুটিজনিত। অনেক জায়গায়ই এ সমস্যা হতে পারে। আমাদের লোকজন এ ব্যাপারে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আমরা আশা করছি, আজ সন্ধ্যার মধ্যে এটি ক্লিয়ার হয়ে যাবে।’#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

 

 

 

ট্যাগ