শর্ত না মানলে ইসরাইলি বন্দিরা দিনের আলোর মুখ দেখবে না: হামাস
https://parstoday.ir/bn/news/event-i137666-শর্ত_না_মানলে_ইসরাইলি_বন্দিরা_দিনের_আলোর_মুখ_দেখবে_না_হামাস
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরোর সদস্য সামি আবু জুহুরি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় সম্পূর্ণ যুদ্ধবিরতি ছাড়া ইহুদিবাদী ইসরাইলের সাথে যেকোন চুক্তি অর্থহীন। 
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ১৫, ২০২৪ ১৮:৪৬ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি হামলায় বিধ্বস্ত ভবনের নিচ থেকে মরদেহ উদ্ধারের চেষ্টা
    গাজায় ইসরাইলি হামলায় বিধ্বস্ত ভবনের নিচ থেকে মরদেহ উদ্ধারের চেষ্টা

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরোর সদস্য সামি আবু জুহুরি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় সম্পূর্ণ যুদ্ধবিরতি ছাড়া ইহুদিবাদী ইসরাইলের সাথে যেকোন চুক্তি অর্থহীন। 

তিনি সুস্পষ্ট করে বলেন, “গাজার প্রতিরোধকামী সংগঠনগুলোর শর্ত মেনে না নিলে ইসরাইলি বন্দিরা কখনো দিনের আলোর মুখ দেখবে না।

সামি আবু জুহুরি জোর দিয়ে বলেন, ইসরাইলি কর্তৃপক্ষকে অবশ্যই ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্টের শর্তগুলো মেনে চলতে হবে যার মধ্যে সবার আগে গাজার বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধ করার বিষয়টি রয়েছে। সামি আবু জুহরি বলেন, ইসরাইলি দখলদাররাই একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বাধা দিচ্ছে। 

গতকাল কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানিও বলেছেন, ইসরাইলের কারণে গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানো সম্ভব হচ্ছে না এবং আলোচনায় অচলাবস্থা দেখা দিয়েছে।

কাতারি প্রধানমন্ত্রী বলেন, আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিছু অগ্রগতি দেখেছি কিন্তু দুর্ভাগ্যবশত সবকিছু ঠিকঠাক মতো অগ্রসর হয়নি। রাফাহ শহরে ইসরাইলি আগ্রাসন আমাদেরকে পিছিয়ে দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।