তৃণমূলে যোগ দিলেন ঝাড়গ্রামের বিজেপির বিদায়ী সাংসদ কুনার হেমব্রম
https://parstoday.ir/bn/news/event-i137800-তৃণমূলে_যোগ_দিলেন_ঝাড়গ্রামের_বিজেপির_বিদায়ী_সাংসদ_কুনার_হেমব্রম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পশ্চিমবঙ্গ সফরের মাঝেই ঝাড়গ্রামের বিদায়ী বিজেপি সংসদ সদস্য কুনার হেমব্রম তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৯, ২০২৪ ১৮:৩২ Asia/Dhaka
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করেন কুনার হেমব্রম
    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করেন কুনার হেমব্রম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পশ্চিমবঙ্গ সফরের মাঝেই ঝাড়গ্রামের বিদায়ী বিজেপি সংসদ সদস্য কুনার হেমব্রম তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।

আজ (রোববার) নয়াগ্রামে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করেন কুনার হেমব্রম। কুনারের এই যোগদানে ঝাড়গ্রামে তৃণমূলের জয় আরও সুনিশ্চিত হল বলে শাসকদল দাবি করেছে।

চলতি বছরের ৯ মার্চ বিজেপির সঙ্গ ত্যাগের কথা ঘোষণা করেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম। তবে তার পরেও রাজনীতির ময়দানে দেখা যায়নি কুনার হেমব্রমকে। লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীতালিকা ঘোষণা হলে ঝাড়গ্রাম থেকে চিকিৎসক প্রণত টুডুকে প্রার্থী করে গেরুয়া শিবির। এর প্রতিক্রিয়ায় আজ হঠাৎ করে নয়াগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে তৃণমূলে যোগদান করেন তিনি।

লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট প্রচারে আজ পশ্চিমবঙ্গ সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল ঝাড়গ্রামে সভা করবে বিজেপি। তার মধ্যেই দলের বিদায়ী সাংসদের তৃণমূলে যোগদানে বিজেপির অস্বস্তি বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।

যদিও কুনার হেমব্রমের তৃণমূলে যোগদানে বিজেপির ওপর কোনও প্রভাব পড়বে না বলে দাবি করেছেন দলের মুখপাত্র জগন্নাথ সরকার। তিনি বলেন, "অনেক আশা নিয়ে গতবার আইআইটির প্রাক্তনী কুনার হেমব্রমকে টিকিট দিয়েছিলেন মোদীজি। কিন্তু উন্নত ভারতের সংকল্পে কাজ করতে তিনি ব্যর্থ হয়েছেন। তাই এবার তাঁকে টিকিট দেওয়া হয়নি। সেটা বুঝে আগে থেকেই তিনি দল ছেড়েছিলেন। এবার চোর, গুন্ডা, লম্পটদের দল তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করলেন। এতে আমাদের কিছু যায় আসে না। আমাদের প্রার্থী চিকিৎসক প্রণত টুডু। যিনি সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে প্রার্থী হয়েছেন। তিনিই ঝাড়গ্রাম থেকে সাংসদ হতে চলেছেন।"#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯