এক দশকের বেশি সময় পর সিরিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ করলো সৌদি আরব 
https://parstoday.ir/bn/news/event-i138032-এক_দশকের_বেশি_সময়_পর_সিরিয়ায়_রাষ্ট্রদূত_নিয়োগ_করলো_সৌদি_আরব
এক দশকের বেশি সময় পর সিরিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সৌদি আরব। বিদেশি মদদপুষ্ট উগ্র তাকফিরি সন্ত্রাসীরা সিরিয়ায় তাণ্ডব শুরু করার পর ২০১২ সালে সৌদি সরকার দামেস্কে তাদের দূতাবাস বন্ধ করে দেয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৭, ২০২৪ ০৯:৫৯ Asia/Dhaka
  • এক দশকের বেশি সময় পর সিরিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ করলো সৌদি আরব 

এক দশকের বেশি সময় পর সিরিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সৌদি আরব। বিদেশি মদদপুষ্ট উগ্র তাকফিরি সন্ত্রাসীরা সিরিয়ায় তাণ্ডব শুরু করার পর ২০১২ সালে সৌদি সরকার দামেস্কে তাদের দূতাবাস বন্ধ করে দেয়।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ গতকাল (রোববার) জানিয়েছে, ফয়সাল আল মুজফেলকে নতুন রাষ্ট্রদূত হিসেবে সিরিয়ায় নিয়োগ করা হচ্ছে। খবরে বলা হয়েছে, মুজফেল ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্ক জোরদার করতে এবং সিরিয়ায় সৌদি আরবের স্বার্থ দেখাশোনা করতে কাজ করবেন।

 
চলতি বছরের গোড়ার দিকে সৌদি আরব সিরিয়ায় নতুন করে দূতাবাস চালু করে এবং চার্জ দ্যা অ্যাফেয়ার্স দিয়ে কাজ চালাতে থাকে। তার আগে সিরিয়া সৌদি আরবে দূতাবাসের কার্যক্রম চালু করে এবং গত ডিসেম্বরে একজন রাষ্ট্রদূত নিয়োগ করে। 
এর আগে সংযুক্ত আরব সিরিয়ার সাথে সম্পর্ক পুন:স্থাপন করে এবং রাষ্ট্রদূত নিয়োগ করে। একইভাবে সিরিয়াও আরব আমিরাতে দূতাবাস চালু এবং রাষ্ট্রদূত নিয়োগ করেছে।#


পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।