কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে ইরান
‘গাজায় ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ বিনামূল্যে পার পাবে না’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও অপরাধযজ্ঞ চালাচ্ছে তা বিনামূল্যে পার পাবে না, এজন্য তাদেরকে অবশ্যই মূল্য দিতে হবে।
গতকাল (শুক্রবার) কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আলে সানির সাথে ফোনালাপে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী একথা বলেছেন। এ সময় তারা দু দেশের মধ্যকার সম্পর্ককে আরো উন্নত করার বিষয় নিয়েও আলোচনা করেন।
ইসরাইল গাজা উপত্যকার রাফা শহরে যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তা নিয়েও ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন। এ সময় আলি বাকেরি কানি বলেন, ইহুদিবাদীদের অবশ্যই মনে রাখতে হবে যে, তারা গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে এবং তা জোরদার করেছে কিন্তু তাদের এই অপরাধযজ্ঞ বিনামূল্যে পার পাবে না।
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের শাহাদাতের ঘটনায় কাতারের সরকার বিশেষ করে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি যে সমবেদনা ও সান্তনা জানিয়েছেন এবং জানাজা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তার জন্য আলী বাকেরি কানি কাতারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
আলী বাকেরি কানি বলেন, শহীদ প্রেসিডেন্ট রায়িসির কাতার সফরের সময় এবং কাতারের আমিরের তেহরান সফরের সময় যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে ইরান পুঙ্খানুপুঙ্খভাবে তা অনুসরণ করবে।
টেলিফোন আলাপে কাতারের পররাষ্ট্রমন্ত্রীও ইরানের সাথে সম্পর্ক জোরদার করার ব্যাপারে দেশের আমিরের বিশেষ প্রচেষ্টার কথা উল্লেখ করেন। এছাড়া, গাজা যুদ্ধ বন্ধ করা এবং অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য জরুরিভিত্তিতে ত্রাণ পাঠানোর ব্যাপারে কাতার যে চেষ্টা চালাচ্ছে তার কথাও ব্যাখ্যা করেন কাতারি পররাষ্ট্রমন্ত্রী।#
পার্সটুডে/এসআইবি/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।