বাইডেনের যুদ্ধবিরতির পরিকল্পনা
হামাসকে রাজি করাতে কাতারের সাহায্য চাইল মার্কিন প্রশাসন
-
কাতারের আমিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা-ইসরাইল যুদ্ধবিরতির ব্যাপারে যে প্রস্তাব দিয়েছেন সে বিষয়ে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে রাজি করানোর জন্য কাতার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, গতকাল (সোমবার) হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে বিষয়টি নিয়ে টেলিফোনে কথা বলেছেন বাইডেন। দুজনই নিশ্চিত করেছেন যে, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের চুক্তির খসড়া আলোচনার টেবিলে রয়েছে এবং এটি হচ্ছে গাজার যুদ্ধবিরতির জন্য কার্যকর রোড ম্যাপ।
কাতারের আমিরের সাথে ফোনালাপের সময় বাইডেন জোর দিয়ে বলেন, এটি হচ্ছে যুদ্ধবিরতি চুক্তির জন্য সবচেয়ে ভালো সুযোগ। তিনি আরো বলেছেন, মিশর এবং কাতারকে সঙ্গে নিয়ে আমেরিকা পুরো চুক্তি বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করার জন্য কাজ করবে।
এদিকে, শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনের নেতারা এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেনের এই পরিকল্পনার প্রতি সমর্থন দিয়েছেন। হামাসকে এই চুক্তি গ্রহণ করার জন্য তারা অনুরোধ করেন।
এক বিবৃতিতে জি-সেভেন বলেছে, এই চুক্তির মধ্য দিয়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় কার্যক্রম সম্পন্ন হবে। পাশাপাশি গাজায় উল্লেখযোগ্য এবং টেকসই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া, ইহুদিবাদী ইসরাইলের স্বার্থের নিরাপত্তা এবং গাজার বেসামরিক জনগণের নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হবে।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/৪