দখলদার-বিরোধী লড়াইয়ে প্রতিরোধ ফ্রন্টের অবস্থান সঠিক: আসাদ
https://parstoday.ir/bn/news/event-i138298-দখলদার_বিরোধী_লড়াইয়ে_প্রতিরোধ_ফ্রন্টের_অবস্থান_সঠিক_আসাদ
ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি আঞ্চলিক সফরের দ্বিতীয় পর্যায়ে সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৫, ২০২৪ ০৯:৫৩ Asia/Dhaka
  • দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
    দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি আঞ্চলিক সফরের দ্বিতীয় পর্যায়ে সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন।

সিরিয়া সফরের আগে লেবানন সফর করেন আলী বাকেরি। তিনি এ সফরকে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াইরত প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে সমন্বয় শক্তিশালী করার সফর বলে অভিহিত করেন।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে কানির বৈঠকে গাজা উপত্যকায় ইসরাইলি পাশবিকতা বন্ধ করার প্রয়োজনীয়তা ও উপায় নিয়ে আলোচনা হয়েছে।

সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান ও দামেস্কের মধ্যে সম্পর্ক কৌশলগত এবং এর মূল অত্যন্ত গভীরে প্রোথিত। কারণ, এ সম্পর্ক যৌথ স্বার্থ ও সুদৃঢ় নীতিমালার আলোকে গড়ে উঠেছে।

সাক্ষাতে প্রেসিডেন্ট আসাদ বলেন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ একটি মৌলিক নীতি ও কৌশলগত সিদ্ধান্ত। প্রতিরোধ ফ্রন্ট সব সময় দখলদারদের বিরুদ্ধে লড়াইয়ে সঠিক অবস্থানে ছিল, আছে ও থাকবে।

সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, “যখনই দখলদার ইহুদিবাদীরা প্রতিরোধ ফ্রন্টের অবিচলতার কাছে পরাজিত হয় তখনই তারা নিরপরাধ মানুষের রক্ত ঝরাতে শুরু করে।”

এর আগে মঙ্গলবার ইরানের শীর্ষ কূটনীতিক বাকেরি কানি দামেস্কে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, মধ্যপ্রাচ্যে সব ধরনের অস্থিরতা ও অস্থিতিশীলতার মূল উৎস ইহুদিবাদী ইসরাইল।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।