ইসরাইল-হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধের আশংকা
বৈরুতে রাত্রিকালীন সমস্ত ফ্লাইট স্থগিত করল জার্মান এয়ারলাইন্স লুফথান্সা
জার্মানির রাষ্ট্রীয় এয়ারলাইন্স লুফথান্সা রাতের বেলায় লেবাননের রাজধানী বৈরুতের সমস্ত ফ্লাইট স্থগিত করেছে। এই সিদ্ধান্তের আওতায় রাতের বেলায় বৈরুত অভিমুখী কিংবা বৈরুত থেকে জার্মানি অভিমুখী সমস্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
জার্মান এয়ারলাইন্স জানিয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। লুফথানসা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সও ঘোষণা দিয়েছে যে, তারা জুলাই মাসের শেষ পর্যন্ত বৈরুতের সমস্ত রাত্রিকালীন ফ্লাইট স্থগিত করে দিনের বেলায় পরিচালনা করবে।
ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী সম্প্রতি লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসনের হুমকি দিয়েছে। এমনকি ইসরাইলি জঙ্গিবিমানগুলো কয়েকদিন আগে লেবাননের ওপর আগ্রাসন চালানোর বিষয়ে মহড়া পরিচালনা করেছে। এ প্রেক্ষাপটে জার্মান এবং সুইস বিমান কোম্পানি ফ্লাইট পরিচালনার শিডিউলে রদবদলের এই ঘোষণা দিল।#
পার্সটুডে/এসআইবি/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।