ইরানি কমান্ডারের মন্তব্য
‘ইসরাইলের বিরুদ্ধে ট্রু প্রমিজ-টু’র সুযোগ আমাদের সামনে আসবে’
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা নিশ্চিত বিজয় অর্জন করবে। তিনি বলেন, “আপনারা নিশ্চিত থাকুন যে, আপনারাই আঞ্চলিক এবং বৈশ্বিক ইতিহাসের গতিধারা বদলে দেবেন।”
জেনারেল হাজিজাদেহ বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন দিতে কোনো রকমের প্রচেষ্টা বাদ দেবে না। গতকাল (সোমবার) ফিলিস্তিনের কয়েকটি শহীদ পরিবারের সদস্যদের সাথে বৈঠকের সময় এসব কথা বলেন জেনারেল হাজিজাদেহ। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনাদের আগ্রাসনে ওইসব ফিলিস্তিনি শহীদ হন।
ইরানের এ কমান্ডার বলেন, গত অক্টোবর থেকে আজ পর্যন্ত গাজা উপত্যকায় ইহুদিবাদীদের বর্বর আগ্রাসন ও গণহত্যার ঘটনা দেখা ইরানি কর্মকর্তা ও সাধারণ জনগণের জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক।
গত ১৪ এপ্রিল ইরান ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে চালানো অপারেশন ট্রু প্রমিজের কথা উল্লেখ করে জেনারেল হাজিজাদেহ বলেন, এর মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে যে, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইরান সরাসরি সামরিক ব্যবস্থা নিতে সক্ষম। তিনি বলেন, “আমরা আশা করি ট্রু প্রমিজ-টু’র সুযোগ আমাদের সামনে আসবে।”#
পার্সটুডে/এসআইবি/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।