ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা; চলছে শোকের মাতম
https://parstoday.ir/bn/news/event-i139662-ইরানসহ_বিশ্বের_বিভিন্ন_দেশে_পালিত_হচ্ছে_পবিত্র_আশুরা_চলছে_শোকের_মাতম
ইসলামী প্রজাতন্ত্র ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ (মঙ্গলবার) শোকাবহ আশুরা পালিত হচ্ছে। প্রায় চৌদ্দশ’ বছর আগের আজকের দিনে ইরাকের কারবালায় বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.)'র প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.) ও তাঁর ৭২ জন সঙ্গী-সাথী সত্য ও ন্যায় প্রতিষ্ঠা সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ১৬, ২০২৪ ১৪:৫২ Asia/Dhaka
  • ইরানের যানজান শহরে আশুরার শোক মিছিল
    ইরানের যানজান শহরে আশুরার শোক মিছিল

ইসলামী প্রজাতন্ত্র ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ (মঙ্গলবার) শোকাবহ আশুরা পালিত হচ্ছে। প্রায় চৌদ্দশ’ বছর আগের আজকের দিনে ইরাকের কারবালায় বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.)'র প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.) ও তাঁর ৭২ জন সঙ্গী-সাথী সত্য ও ন্যায় প্রতিষ্ঠা সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন।

অন্যায়ের কাছে মাথানত না করার কারণেই সেদিন ইমাম হোসেন (আ.) পাপিষ্ঠ ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। এ কারণে ১০ মহররম বিশ্ব মুসলিম উম্মাহর জন্য একটি বেদনাবিধুর দিন।

ইমাম হুসাইন (আ.)-এর ভক্তরা আজ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আজ শোক র‍্যালি, আলোচনা সভা ও সেমিনার করেছেন। এছাড়া, অস্ট্রেলিয়া, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ব্রুনাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়াতেও পালিত হয়েছে শোকাবহ আশুরা।

ঐতিহাসিক এই দিনে সড়কের পাশে ও খোলা স্থানে সমবেত মানুষের সামনে কান্নাজড়িত কণ্ঠে কারবালার ঘটনা করা হয়। কারবালার বিভিন্ন ঘটনা বর্ণনা করতে করতে বর্ণনাকারী যেমন কাঁদেন তেমনি উপস্থিত জনতাও কান্না করেন ও বুক চাপড়ান।

এ ঘটনা শুধু ইসলামের ইতিহাসেরই করুণ ঘটনা নয়, বিশ্ব ইতিহাসেরও সবচেয়ে মর্মান্তিক ঘটনা। সত্য ও ন্যায়ের জন্য আত্মত্যাগের মহিমায় গৌরবান্বিত আশুরা আজও মুসলিম হৃদয়ে সংগ্রাম ও ত্যাগের গতি সঞ্চার করে। ইরাকের কারবালায় ইমাম হোসেন (আ.)’র মাজার অবস্থিত।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬