'ইসরাইলের পরমাণু অস্ত্র বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি'
https://parstoday.ir/bn/news/event-i139882-'ইসরাইলের_পরমাণু_অস্ত্র_বিশ্ব_শান্তি_ও_নিরাপত্তার_জন্য_সবচেয়ে_বড়_হুমকি'
তেহরান বলেছে, ইহুদিবাদী ইসরাইলের পরমাণু অস্ত্র পশ্চিম এশিয়া এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ২৪, ২০২৪ ১২:১৯ Asia/Dhaka
  • 'ইসরাইলের পরমাণু অস্ত্র বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি'

তেহরান বলেছে, ইহুদিবাদী ইসরাইলের পরমাণু অস্ত্র পশ্চিম এশিয়া এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি।

জেনেভায় পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণের চুক্তি বা এনপিটি'র ওপর এক পর্যালোচনা সম্মেলনে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আলী বাহরাইনি এই মন্তব্য করেছেন

জাতিসংঘ আয়োজিত সম্মেলনে আলী বাহরাইনি আরও বলেন, ইসরাইলের পরমাণু অস্ত্র কর্মসূচির প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সমর্থনের কারণে তেল আবিবের হুমকি বেড়ে গেছে।

ওয়াশিংটনের দ্বিমুখীনীতি এনপিটি চুক্তি পূর্ণ বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে উল্লেখ করে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলেন, "যুক্তরাষ্ট্র এনপিটি চুক্তির ভবিষ্যত এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। যতদিন এই নীতি ও পারমাণবিক অস্ত্র কর্মসূচি অব্যাহত থাকবে ততদিন বিশ্বে পারমাণবিক নিরস্ত্রীকরণে কোনো অগ্রগতি হবে না।"

আলী বাহরাইনি তার বক্তৃব্য উল্লেখ করেন, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ লক্ষ্যে পরিচালিত হয় এবং তেহরান এনপিটির লক্ষ্য পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে, ইসরাইলের অস্ত্রাগারে ২০০ থেকে ২০০ পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। পশ্চিম এশিয়ায় ইসরাইলই একমাত্র পরমাণু অস্ত্রের অধিকারী। অবৈধ এই শাসকগোষ্ঠী তার পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দিতে বা এনপিটি চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়ে আসছে। তারপরও আমেরিকা ও পশ্চিমা ইসরাইলের পরমাণু কর্মসূচির প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/এমএআর/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।