২ ইসরাইলি ট্যাংক ধ্বংস ও ১ ইহুদিবাদী সেনাকে হত্যা করল হামাস
https://parstoday.ir/bn/news/event-i139974
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের দু’টি মেরকাভা ট্যাংক ধ্বংস করেছেন হামাস যোদ্ধারা। সেইসঙ্গে এই যোদ্ধাদের হামলায় এক দখলদার সেনাও নিহত হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ২৭, ২০২৪ ১০:৩৩ Asia/Dhaka
  • ২ ইসরাইলি ট্যাংক ধ্বংস ও ১ ইহুদিবাদী সেনাকে হত্যা করল হামাস

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের দু’টি মেরকাভা ট্যাংক ধ্বংস করেছেন হামাস যোদ্ধারা। সেইসঙ্গে এই যোদ্ধাদের হামলায় এক দখলদার সেনাও নিহত হয়েছে।

ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় তেল আল-হাওয়া এলাকায় শুক্রবার এসব হামলা চালায় হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড। ব্রিগেডের যোদ্ধারা স্থানীয়ভাবে নির্মিত শক্তিশালী বোমা ব্যবহার করে ইসরাইলের দু’টি অত্যাধুনিক মেরকাভা ট্যাংক ধ্বংস করেন।

গত বছরের নভেম্বর মাসে গাজায় স্থল আগ্রাসন চালানোর পর থেকে এ পর্যন্ত কয়েকশ’ ইসরাইলি ট্যাংক ধ্বংস করেছেন হামাস যোদ্ধারা। ইসরাইল এর আগে দাবি করত যে, তাদের এই ট্যাংক ধ্বংস করা সম্ভব নয়।

আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তারা তেল আল-হাওয়া এলাকায় টহলরত একটি ইসরাইলি সামরিক যানে থাকা এক দখলদার সেনাকে গুলি করে হত্যা করেছেন।

ইহুদিবাদী সেনারা গত কয়েকদিন ধরে তেল আল-হাওয়া এলাকা ও এর নিকটবর্তী শেখ নাসের এলাকায় ব্যাপকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। বিগত নয় মাসে গাজায় দখলদার সেনাদের জল, স্থল ও আকাশপথের ভয়াবহ গণহত্যায় প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের একটি বড় অংশ নারী ও শিশু।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/২৭